নিজের production house- এর অধীনে একের পর এক সিনেমা বানিয়ে চলেছেন দেব। কিছুদিনের মধ্যে রিলিজ হবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’, তারপর ‘বাঘাযতীন’, ‘বিনোদিনী’, ‘প্রধান’ ছবির শ্যুটিং আগামী মাস থেকে শুরু হবে। এবার আরও বড় ঘোষণা করলেন তিনি। বাংলায় যা কেউ ভাবতে পারেনি, আর ভাবলেও তৈরি করার সাহস পায়নি। ভারতীয় মহাকাব্য ‘মহাভারত’ (Mahabharat) এবার বাংলায়। তৈরি হবে দেবের নিজস্ব প্রোডাকশন হাউসের আন্ডারে। বৃহস্পতিবার ব্যোমকেশ সিনেমার ট্রেলার লঞ্চের পর এই ঘোষণা করা হয়েছে। তবে সম্পূর্ণ মহাভারত হবে নাকি, কিছু অংশ নিয়ে সিনেমাটি তৈরি হবে, তা জানা যায়নি। সিনেমার মোশন পোস্টার রিলিজ হয়েছে। ছবির নাম দেওয়া হয়েছে ‘দ্রৌপদী’। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। দেব ইন্টারটেইমেন্ট ভেঞ্চারস এবং প্রমোদ ফিল্মের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ছবি নির্মিত হবে। কাহিনী নেওয়া হয়েছে জনপ্রিয় লেখিকা প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘যাজ্ঞসেনী ’ থেকে। এখন প্রশ্ন হল নাম ভূমিকায় কারা থাকবেন ?
কেন রুক্মিনী ? তার সাফাই দিয়েছেন দেব। তিনি জানিয়েছেন, ‘বিনোদিনী করার সময় মহাভারত নিয়ে সিনেমা বানানোর চিন্তা শুরু হয়ে গিয়েছিল। বিনোদিনী করতে গিয়ে রামকমলের প্রতিভা আমি দেখেছি। রূপকথা কীভাবে ভিজ্যুলাইজ করতে হয় তা রামকমল জানেন। তাই ‘দ্রৌপদী’ নির্মাণের সময় তাঁর উপর আমি পুরো ভরসা করেছি। আর প্রধান চরিত্রে রুক্মিনী কারণ বিনোদিনী চরিত্র ও যে ভাবে ফুটিয়ে তুলেছে, তা অন্য কেউ পারত না। রামকমলও ওঁকেই কাস্ট করতে চেয়েছিল। সবার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে’।
‘দ্রৌপদী’-এর মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি রাজ সিংহাসন। চারিদিকে মশাল জ্বলছে। সামনে যজ্ঞকুণ্ড। উপরে একটি সিংহের মুখ। কতগুলি তীর উড়ে এল। এভাবেই পোস্টার সাজানো হয়েছে। বেশি কিছু আর বিস্তারিত জানানো হয়নি। প্রধান চরিত্রের নাম প্রকাশিত হলেও পঞ্চপান্ডব কারা হবেন, তাও জানানো হয়নি।
দ্রৌপদী কে ?
বেশ কয়েক মাস ধরে টলিউডে ‘মহাভারত’ তৈরি নিয়ে নানা ধরণের গুঞ্জন শোনা গিয়েছিল। অনেকে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ব্যবহার করে কাকে কোন চরিত্রে মানাবে, তার একটা ছবির তালিকা বানানো হয়ে গিয়েছিল। সেখানে কোয়েল মল্লিককে দ্রৌপদীর ভূমিয়ায় চেয়েছিল বাংলা সিনেমার ভক্তরা। কিন্তু দেবের ‘দ্রৌপদী’তে প্রধান চরিত্রে কোয়েল নয়, থাকবেন গার্লফ্রেন্ড রুক্মিনী মৈত্র।কেন রুক্মিনী ? তার সাফাই দিয়েছেন দেব। তিনি জানিয়েছেন, ‘বিনোদিনী করার সময় মহাভারত নিয়ে সিনেমা বানানোর চিন্তা শুরু হয়ে গিয়েছিল। বিনোদিনী করতে গিয়ে রামকমলের প্রতিভা আমি দেখেছি। রূপকথা কীভাবে ভিজ্যুলাইজ করতে হয় তা রামকমল জানেন। তাই ‘দ্রৌপদী’ নির্মাণের সময় তাঁর উপর আমি পুরো ভরসা করেছি। আর প্রধান চরিত্রে রুক্মিনী কারণ বিনোদিনী চরিত্র ও যে ভাবে ফুটিয়ে তুলেছে, তা অন্য কেউ পারত না। রামকমলও ওঁকেই কাস্ট করতে চেয়েছিল। সবার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে’।
‘দ্রৌপদী’-এর মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি রাজ সিংহাসন। চারিদিকে মশাল জ্বলছে। সামনে যজ্ঞকুণ্ড। উপরে একটি সিংহের মুখ। কতগুলি তীর উড়ে এল। এভাবেই পোস্টার সাজানো হয়েছে। বেশি কিছু আর বিস্তারিত জানানো হয়নি। প্রধান চরিত্রের নাম প্রকাশিত হলেও পঞ্চপান্ডব কারা হবেন, তাও জানানো হয়নি।



No comments:
please do not enter any spam link in the comment box