Bangla cinema heroine: প্রসেনজিতের নায়িকা থেকে সোজা বাংলা সিরিয়ালের মা-মাসির চরিত্রে, কেমন আছেন মৌমিতা চক্রবর্তী ?

Bangla cinema heroine: প্রসেনজিতের নায়িকা থেকে সোজা বাংলা সিরিয়ালের মা-মাসির চরিত্রে, কেমন আছেন মৌমিতা চক্রবর্তী ?
বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কমপক্ষে ১০০ জন নায়িকার সঙ্গে কাজ করেছেন। তার মধ্যে জুহি চাওলা, ফারহা থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত। এঁদের নাম বেশি উল্লেখযোগ্য কারণ এই নামগুলি বিখ্যাত। এছাড়াও একটি-দুটি সিনেমায় নায়িকা হয়েছেন, এমন সংখ্যা কম নয়। যেমন মৌমিতা চক্রবর্তী। সিনেমার নায়িকা (Bangla cinema heroine) হিসেবে তাঁকে এখন দর্শক মনে না রাখলেও এখন সিরিয়ালের মা-মাসির চরিত্রে তিনি খুব সাবলীল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দাবী, গরীবের সম্মান, সন্তান যখন শত্রু, অন্যায় অত্যাচার বা বদলা সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছিলেন। মাঝে বেশ কিছুদিনের জন্য তিনি হারিয়ে যান। এখন ইন্ডাস্ট্রিতে ফিরেছেন। তবে আর সিনেমার নায়িকা নয়, বরং সিরিয়ালে মায়ের চরিত্রে। মৌমিতা তাতেই খুশি। কী বলছেন তিনি ?
Bangla cinema heroine: প্রসেনজিতের নায়িকা থেকে সোজা বাংলা সিরিয়ালের মা-মাসির চরিত্রে, কেমন আছেন মৌমিতা চক্রবর্তী ?

কেন হারিয়ে গিয়েছিলেন ?

মৌমিতা চক্রবর্তী মডেলিং করতে করতে অভিনয়ে পা রাখেন। যোগমায়া দেবী কলেজে পড়ার সময় কয়েকটি শাড়ির মডেলিং করার সুযোগ পেয়ে যান। সেখান থেকেই তাঁকে সিরিয়াল ‘জননী’তে সুযোগ দিয়েছিলেন পরিচালক বিষ্ণুপাল চৌধুরী। তারপর আরও কয়েকটি সিরিয়ালে কাজ করার পর সিনেমায় অভিনয়। অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায় ইত্যাদি নায়কের সঙ্গে। মৌমিতা জানিয়েছেন, প্রথম প্রথম অভিনয় করতে গিয়ে প্রচুর বকা, এমনকি মার পর্যন্ত খেতে হয়েছে। তখনকার পরিচালকরা ছিলেন মাস্টার মশাইয়ের মতো। শিখিয়ে পড়িয়ে নিতেন। এইভাবেই কাজ শিখেছেন তিনি।
Bangla cinema heroine: প্রসেনজিতের নায়িকা থেকে সোজা বাংলা সিরিয়ালের মা-মাসির চরিত্রে, কেমন আছেন মৌমিতা চক্রবর্তী ?

প্রায় ১০-১২টি সিনেমায় অভিনয় করার পর ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান মৌমিতা। তার কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন, একটি ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই কারণে জীবনে ঝড় আসে। অভিনয়ে ভাঁটা পড়ে। এখন অবশ্য তিনি বিবাহিত। সন্তান আছে। নিজের জীবন নিয়ে খুব খুশি মৌমিতা। অভিনেত্রীর কথায়, ‘আমার কোনও আক্ষেপ নেই। ভালো স্বামী পেয়েছি। সন্তান হয়েছে। রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। আর কী চাই’ ? এখন মা, মাসি, কাকিমার চরিত্র করতে তাঁর কোনও দুঃখ নেই। ৪৫ বছর বয়সে আর নায়িকার চরিত্র আশা করেন না। ২০১৩ সালে জীবনের সব ঝড় ঝাপ্টা পেরিয়ে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল দিয়ে অভিনয়ে ফিরে আসেন। এখন তাঁকে দেখা যাচ্ছে, স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালে নায়িকার মায়ের চরিত্রে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.