২০১৫ সালের কথা। জি বাংলা তাদের পরিচিত অনুষ্ঠান ‘সা রে গা মা পা’ নতুন ভাবে উপস্থাপিত করল। শুধু বাংলা আর হিন্দি গান নয়। বাউল থেকে কীর্তন সব ধরণের গান নিয়ে হাজির হলেন শিল্পীরা। রাতারাতি চ্যানেলের TRP বেড়ে গেল। অনেকেই বিশেষ নজর কাড়লেও সবথেকে বেশি যিনি নজরে পড়েন, তিনি কীর্তন শিল্পী অদিতি মুন্সী। শুধুমাত্র কীর্তন গান দিয়ে যে এইভাবে আসর মাত করে দেওয়া যায়, তা তার আগে কেউ ভাবেনি।য়া’সা রে গা মা পা’ জিততে না পারলেও অদিতি মানুষের মন জিতে নিয়েছিলেন। সুন্দর নিষ্পাপ মুখ, ততোধিক নিষ্পাপ গলার সুর। সব মিলিয়ে অদিতি দেশ-বিদেশে মাত করলেন। তারপর মঞ্চে নানা অনুষ্ঠান করলেও টিভিতে আর সেভাবে দেখা যায়নি। এখন অদিতি শাসক দলের বিধায়িকা। মাঝে ‘গোত্র’ ও ‘প্রজাপতি’ সিনেমাতে একটি গানে অভিনয় করেন। তারও আগে জি বাংলার ‘মা লক্ষ্মী’ সিরিয়ালের কয়েকটা এপিসোডে অভিনয় করেন। এখন আবার টিভিতে ফিরছেন অদিতি মুন্সী (Aditi munshi)।
একইসঙ্গে অদিতি জানান, ‘পুরো টিমের খুব সাহায্য পেয়েছি। আর তা ছাড়া যে বিষয়ে অনুষ্ঠান করতে হবে, তা মন থেকেই আসে। তাই খুব একটা অসুবিধা হবে না বলেই আশা করছি। ভুল হলে দর্শকরা শুধরে দেবেন’।
কোন অনুষ্ঠানে দেখা যাবে অদিতিকে ?
খুব তাড়াতাড়ি জি বাংলা সিনেমায় শুরু হবে প্রভাতী গানের অনুষ্ঠান ‘সকালের সুরে’। এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব অদিতির ঘাড়ে। পাশাপাশি, গানও গাইবেন তিনি। ভক্তদের ‘কালীকথা’ ও ‘কীর্তন’ (kirtan) গেয়ে শোনাবেন। এছাড়াও নিজের কিছু গানও গাইবেন তিনি। এতদিন গান শোনা গিয়েছে, এবার সঞ্চালিকা হিসেবে কেমন হবেন অদিতি ? এর উত্তরে শিল্পী জানান, ‘প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ছাড়া আর কেউ থাকবে না। একা একটা অনুষ্ঠান টেনে নিয়ে যাওয়া খুব চিন্তার’।একইসঙ্গে অদিতি জানান, ‘পুরো টিমের খুব সাহায্য পেয়েছি। আর তা ছাড়া যে বিষয়ে অনুষ্ঠান করতে হবে, তা মন থেকেই আসে। তাই খুব একটা অসুবিধা হবে না বলেই আশা করছি। ভুল হলে দর্শকরা শুধরে দেবেন’।
No comments:
please do not enter any spam link in the comment box