Bengali serial writer Leena Ganguly: চলছে না সিরিয়াল, তাই বাংলা ছাড়ার চরম সিদ্ধান্ত নিলেন লীনা গঙ্গোপাধ্যায়
প্রচারসর্বস্ব যুগে লীনা গাঙ্গুলী অত্যন্ত পরিচিত নাম। যাঁর কলম থেকে একের পর এক হিট সিরিয়াল বেরিয়েছে। একসময় যার TRP আকাশ ছোঁয়া থাকত। ‘বউ কথা কও’, ‘বিন্নি ধানের খই’, ‘সোনার হরিণ’, ‘ইষ্টি কুটুম’ ইত্যাদি জনপ্রিয় সিরিয়ালের লেখিকা (Bengali serial writer Leena Ganguly) তিনি। তবে চিরদিন কাহার সমান নাহি যায়। এক সময় হিট সিরিয়ালের লেখিকার লেখনি আর তেমন দর্শকের মনে ধরছে না। গল্পে কোনও অভিনবত্ব খুঁজে পাচ্ছেন না দর্শকরা। তাই তো গল্প অসমাপ্ত রেখে বন্ধ হয়ে গিয়েছে ‘বালিঝড়’। এখন চলছে ‘এক্কাদোক্কা’, ‘গুড্ডি’ এই দুটি সিরিয়াল। তারও হাল খুব ভালো নয়। যেকোনও দিন বন্ধ হয়ে যেতে পারে দুটি সিরিয়াল। তাই বাংলা ছাড়ার ভাবনা লীনা গঙ্গোপাধ্যায়ের। কিন্তু কোথায় যাবেন ?
এই পরিস্থিতিতে বাংলা ছেড়ে এবার হিন্দির দিকে মুখ ঘোরাচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়। হিন্দিতে তাঁর লেখা একাধিক সিরিয়াল রিকেম হয়েছে। আবার হিটও করেছে। যেমন শ্রীময়ী সিরিয়াল এখন হিন্দিতে অনুপমা নামে চলছে। ইন্দ্রাণী হালদারের জায়গায় অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়। তাই হিন্দিতে এখন লীনার বাজার ভালো। এমনিতে বাংলায় তাঁর লেখা সিরিয়াল কমে আসছে। পরপর ব্যর্থতার পর বাংলায় চ্যানেলগুলি তাঁকে নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না। সময়ের সঙ্গে সিরিয়ালের ধরণে বদল এসেছে। বস্তাপচা গল্প আর তেমন চলছে না।
শোনা যাচ্ছে fresh story নিয়ে হিন্দিতে সিরিয়াল তৈরি করছেন তিনি। বাংলাকে একপ্রকার বিদায় জানিয়ে মুম্বাইয়ে বেশি সময় কাটাচ্ছেন। কিছুদিন আগে কাশ্মীরে গিয়েছিলেন শ্যুটিংয়ের লোকেশন দেখতে। তবে নতুন সিরিয়াল কোন চ্যানেলে দেখানো হবে ? কী নিয়ে সিরিয়াল তা এখনও প্রকাশ করা হয়নি।
বাংলা ছেড়ে হিন্দি
কূটকাচালি, পরকিয়ার গল্প আর তেমন চলছে না। টিআরপির অভাবে বহু সিরিয়াল মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। গল্পে আর অভিনব কিছু দিতে পারছেন না তিনি। সেই গতানুগতিক কাহিনী। এক স্বামীর দুই স্ত্রী, একাধিকবার বিয়ে অথবা পরকিয়া-এর বাইরে বেরতে পারছেন না লেখিকা লীনা গাঙ্গুলী। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা সিরিয়াল বন্ধ করার দাবি উঠেছে বারবার। কিছুদিন আগেই ‘গুড্ডি’ সিরিয়ালে সেই love triangle -এর repetition নিয়ে সরব ছিলেন নেটিজেনরা। সিরিয়াল বন্ধ করার দাবি উঠতে থাকে। অনৈতিক প্রেম, আত্মহত্যার প্ররোচনা দেওয়া, একাধিক বিয়ে, মহিলাদের অসম্মান, ঘরোয়া হিংসা দেখানো ইত্যাদি নানা অভিযোগ উঠেছে সিরিয়ালের বিরুদ্ধে।এই পরিস্থিতিতে বাংলা ছেড়ে এবার হিন্দির দিকে মুখ ঘোরাচ্ছেন লীনা গঙ্গোপাধ্যায়। হিন্দিতে তাঁর লেখা একাধিক সিরিয়াল রিকেম হয়েছে। আবার হিটও করেছে। যেমন শ্রীময়ী সিরিয়াল এখন হিন্দিতে অনুপমা নামে চলছে। ইন্দ্রাণী হালদারের জায়গায় অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়। তাই হিন্দিতে এখন লীনার বাজার ভালো। এমনিতে বাংলায় তাঁর লেখা সিরিয়াল কমে আসছে। পরপর ব্যর্থতার পর বাংলায় চ্যানেলগুলি তাঁকে নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না। সময়ের সঙ্গে সিরিয়ালের ধরণে বদল এসেছে। বস্তাপচা গল্প আর তেমন চলছে না।
শোনা যাচ্ছে fresh story নিয়ে হিন্দিতে সিরিয়াল তৈরি করছেন তিনি। বাংলাকে একপ্রকার বিদায় জানিয়ে মুম্বাইয়ে বেশি সময় কাটাচ্ছেন। কিছুদিন আগে কাশ্মীরে গিয়েছিলেন শ্যুটিংয়ের লোকেশন দেখতে। তবে নতুন সিরিয়াল কোন চ্যানেলে দেখানো হবে ? কী নিয়ে সিরিয়াল তা এখনও প্রকাশ করা হয়নি।



No comments:
please do not enter any spam link in the comment box