সিরিয়াল থেকে শুরু করে বাংলা সিনেমা হয়ে বলিউড। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের পরিচয় তিনি নিজেই। ২০ বছরের বেশি সময় ধরে অভিনয় করছেন। প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকা শুরুটা হয়েছিল ‘দেবদাসী’ সিরিয়াল দিয়ে। সেখান থেকে সোজা সিনেমায় সুযোগ। জিতের সঙ্গে পরপর হিট সিনেমা করার পর অন্য ধারার ছবিতে অভিনয় শুরু করেন। সেই অন্য ধারা তাঁকে মুম্বাই নিয়ে যায়। হিন্দি সিনেমাতে চুটিয়ে কাজ করছেন। পাশাপাশি, ওয়েব সিরিজ তো আছেই। চাহিদা যখন তুঙ্গে, তখন স্বাভাবিকভাবেই পারিশ্রমিক বাড়বে, এ আর নতুন কথা কী। কিন্তু খবর হল, স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর পারিশ্রমিক (Swastika Mukherjee charge) এতটাই বাড়িয়েছেন যে বাংলা সিনেমার প্রযোজকরা তাঁকে নিতে রীতিমতো ভয় পাচ্ছেন।
সম্প্রতি বাংলা সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে অভিনেত্রীর আকাশ ছোঁয়া পারিশ্রমিক নেওয়ার ব্যাপারটি। এনিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। তিনি দাবি করেছেন, কাজ করে খেতে হয়। বাংলায় কাজ করে টাকা পাওয়া যায় না। বারবার producer দের কাছে চাইতে হয়। তাও পুরো পাওয়া যাবে, তার কোনও guarantee নেই। অনেক সময় কাজ করিয়ে টাকা মেরে দেওয়া হয়। অথবা অর্ধেক দেওয়া হয়। এমনটা আমার সঙ্গে অনেক ঘটেছে। স্বস্তিকার সাফ কথা, ‘কাজ করিয়ে টাকা না দেওয়ার ট্রেন্ড আছে এখানে। তাই যত ভালোই চরিত্র হোক না কেন, টাকা ভালো না পেলে কাজ করব না। আমার তো প্রোডাকশন হাউস, বুটিক বা রেস্টুরেন্ট নেই। অভিনয় করেই সংসার চালাতে হয়। প্রোডিউসারের কাছে এতবার টাকা চাইতে হয়, মনে হয় যেন ধার চাইছি’।
টলিউডে গুঞ্জন ছড়িয়েছে, টাকা না পোষানোয় বেশ কিছু পরিচালককে না বলে দিয়েছেন অভিনেত্রী। আসলে তাঁকে যথাযথ পারিশ্রমিক দেওয়ার মতো প্রযোজক বাংলায় নেই। তাই বাংলা ছেড়ে হিন্দিতে মন দিয়েছেন স্বস্তিকা। খুব তাড়াতাড়ি তাঁকে LSD 2 ছবিতে দেখা যাবে গুরুত্বপূর্ণ রোলে। তবে বাংলায় যে একদম কাজ করছেন না, তেমনটা নয়। ‘দুর্গাপুর জংশন’ নামের একটি ছবিতে কাজ করছেন। অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত স্বস্তিকা তা করে উঠতে পারেননি।
বাংলা ছবি কমছে
পারিশ্রমিক যখন বাড়িয়েছেন, তখন বাংলায় ধীরে ধীরে তিনি ব্রাত্য হবেন। এটাই রীতি। বাংলা সিনেমায় সব আছে, শুধু বাজেট থাকে না। তাই বাংলা সিনেমা করা অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। আসলে তাঁকে নিয়ে কাজ করার মতো বাজেট বাংলা সিনেমা জগতের প্রযোজকদের নেই। তবে অফার অনেক আসছে। বেছে বেছে কাজ নিচ্ছেন স্বস্তিকা।সম্প্রতি বাংলা সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে অভিনেত্রীর আকাশ ছোঁয়া পারিশ্রমিক নেওয়ার ব্যাপারটি। এনিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। তিনি দাবি করেছেন, কাজ করে খেতে হয়। বাংলায় কাজ করে টাকা পাওয়া যায় না। বারবার producer দের কাছে চাইতে হয়। তাও পুরো পাওয়া যাবে, তার কোনও guarantee নেই। অনেক সময় কাজ করিয়ে টাকা মেরে দেওয়া হয়। অথবা অর্ধেক দেওয়া হয়। এমনটা আমার সঙ্গে অনেক ঘটেছে। স্বস্তিকার সাফ কথা, ‘কাজ করিয়ে টাকা না দেওয়ার ট্রেন্ড আছে এখানে। তাই যত ভালোই চরিত্র হোক না কেন, টাকা ভালো না পেলে কাজ করব না। আমার তো প্রোডাকশন হাউস, বুটিক বা রেস্টুরেন্ট নেই। অভিনয় করেই সংসার চালাতে হয়। প্রোডিউসারের কাছে এতবার টাকা চাইতে হয়, মনে হয় যেন ধার চাইছি’।
টলিউডে গুঞ্জন ছড়িয়েছে, টাকা না পোষানোয় বেশ কিছু পরিচালককে না বলে দিয়েছেন অভিনেত্রী। আসলে তাঁকে যথাযথ পারিশ্রমিক দেওয়ার মতো প্রযোজক বাংলায় নেই। তাই বাংলা ছেড়ে হিন্দিতে মন দিয়েছেন স্বস্তিকা। খুব তাড়াতাড়ি তাঁকে LSD 2 ছবিতে দেখা যাবে গুরুত্বপূর্ণ রোলে। তবে বাংলায় যে একদম কাজ করছেন না, তেমনটা নয়। ‘দুর্গাপুর জংশন’ নামের একটি ছবিতে কাজ করছেন। অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত স্বস্তিকা তা করে উঠতে পারেননি।



No comments:
please do not enter any spam link in the comment box