Arijit Singh: অরিজিৎ সিংয়ের বাড়ির বাইরে জল আর নকুলদানা, কিন্তু কেন ?

Arijit Singh: অরিজিৎ সিংয়ের বাড়ির বাইরে জল আর নকুলদানা, কিন্তু কেন ?

বঙ্গের রাজনীতিতে ‘নকুলদানা’ এখন বিশেষ জায়গা দখল করেছে। এই শব্দটা শুনলে অনেকের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়। এতটাই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে ‘নকুলদানা তত্ত্ব’। যাক সে অন্য প্রসঙ্গ। নকুলদানার এই বদনাম অবশেষে ঘোচালেন আর এক বঙ্গ সন্তান। অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি তাঁর ‘রকি ওর রানি কি প্রেম কাহিনী’র গান সুপারহিট হয়েছে। সাফল্য আকাশ ছোঁয়া। কিন্তু পা মাটিতেই। মাটির মানুষ অরিজিৎ এত বড় সফল গায়ক হওয়া সত্ত্বেও নিজের জন্মভূমি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ছেড়ে যাননি। মুম্বাইয়ে গান গাইলেও মাসের বেশিরভাগ সময় জিয়াগঞ্জেই থাকেন। নিজেই বাজার করেন। স্কুটারে চাপিয়ে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসেন। কম পয়সায় ভালো খাবারের রেস্টুরেন্ট খুলেছেন। এবার গরীব বাচ্চাদের জন্য হাসপাতাল তৈরি করছেন। যাতে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিয়াগঞ্জের রাস্তা-ঘাটে প্রায় দেখা যায় অরিজিৎকে। তবে ছবি তোলা বা বেশি প্রচার তাঁর পচ্ছন্দ নয়। কিন্তু বললে শুনছে কে ? ইউটিউবার প্রায় দিন পৌঁছে যান গায়কের বাড়ির সামনে। তাঁরাই আবিষ্কার করেছেন অরিজিৎ সিংয়ের বাড়ির বাইরে জল- নকুলদানা রাখা। কিন্তু কেন ?

Arijit Singh: অরিজিৎ সিংয়ের বাড়ির বাইরে জল আর নকুলদানা, কিন্তু কেন ?

নকুলদানা কেন ?

কোনও রাজনৈতিক কারণে নয়। গায়ক বাড়ির সামনে জল আর নকুলদানা রেখেছেন গরমের দিনে কেউ যাতে কষ্ট না পায়। অনেকেই তাঁর বাড়ির সামনে দিয়ে চলাচল করেন। গরমে তেতেপুড়ে যেন কেউ অযথা কষ্ট না পান, সেইদিকেও খেয়াল রেখেছেন তিনি। এখানেও মানবিকতার পরিচয় দিয়েছেন গায়ক অরিজিৎ সিং। বাড়ির সামনে রাখা জল আর নকুলদানা খেয়ে যাতে তৃষ্ণা মেটে, তাই এই ব্যবস্থা। গরমের দিনে গায়কের এই মানবিকতায় আপ্লুত জিয়াগঞ্জবাসী। ভ্লগারদের মাধ্যমে খবরটি সারা দেশে ছড়িয়ে পড়েছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.