সিনেমার সংখ্যা এখন অনেক কমিয়ে দিলেও কোয়েল মল্লিক রানে এখনও টালিগঞ্জের প্রথম সারির নায়িকা। বাবা রঞ্জিত মল্লিক। এই পরিচয়টা কাজে লেগেছিল প্রথম ছবিতে সুযোগ পেতে। কিন্তু তারপর নিজের দক্ষতায় সিনেমা ইন্ডাস্ট্রিতে জায়গা করেছেন কোয়েল। নেপোটিজিমের যুগে কোয়েল কিছুটা হলেও ব্যতিক্রমী। প্রায় দু’দশক আগে সিনেমায় প্রবেশ করেন। তারপর একের পর এক হিট সিনেমা দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন। কোনওদিন পিছন ঘুরে তাকাতে হয়নি। ইন্ডাস্ট্রির পাশাপাশি ভক্তদের মনেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে এখন সিনেমা করা অনেকটাই কমিয়ে দিয়েছেন। কারণ ছোট রাজপুত্র কবীর। কোয়েল যেমন ঘোরতর সংসারী, তেমনি ভালো মা। ছেলেকে সময় দিতেই এতদিন কোনও চিত্রনাট্য হাতে নেননি। বর্তমানে আবার সিনেমায় ফিরেছেন। ‘মিতিন মাসি’ হয়ে।
কোয়েলের ছেলের মিষ্টি চেহারায় ভুলেছেন নেটিজেনরা। কেউ কেউ তার মধ্যে পুরো কোয়েলের ছায়া দেখতে পাচ্ছেন। কেউ বলছেন, না, দাদু রঞ্জিত মল্লিকের মতো দেখতে হয়েছে। হাসিটা তো অবিকল রঞ্জিত মল্লিকের xerox copy। সোশ্যাল মিডিয়াতে দারুন হিট দাদু-নাতি জুটি। এমনিতেও দাদুর সাথে নাতি কবীরের বন্ডিং দারুন। কোয়েলের ফেসবুক প্রোফাইলে কবীরের কিছু কিছু ছবি দেখতে পাওয়া যায়। খুব একটা শেয়ার করেন না। একরত্তি বয়স থেকে তিন বছর পর্যন্ত মাত্র কয়েকটি ছবি দিয়েছেন মা কোয়েল। তবে সদ্য স্কুল যাওয়া শুরু করেছে কবীর। ছেলের প্লে স্কুল যাওয়ার ছবি তুলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
কেমন দেখতে হয়েছে ছেলেকে ?
২০১৩ সালে বিয়ে হয় কোয়েল আর প্রযোজক নিশপাল সিং রানের। লকডাউনের কঠিন সময়ে কোয়েল পুত্র সন্তানের জন্ম দেন। যার আদর করে সবাই নাম রাখে কবীর। এখন কবীরের বয়স তিন বছর। মল্লিক ও রানে পরিবারের নয়নের মণি সে। সোশ্যাল মিডিয়াতে ছেলেকে নিয়ে খুব একটা আদিখ্যেতা ছেলেকে নিয়ে করেন না কোয়েল। কালেভদ্রে কোনও উৎসব-অনুষ্ঠানে ছবি শেয়ার করেন।কোয়েলের ছেলের মিষ্টি চেহারায় ভুলেছেন নেটিজেনরা। কেউ কেউ তার মধ্যে পুরো কোয়েলের ছায়া দেখতে পাচ্ছেন। কেউ বলছেন, না, দাদু রঞ্জিত মল্লিকের মতো দেখতে হয়েছে। হাসিটা তো অবিকল রঞ্জিত মল্লিকের xerox copy। সোশ্যাল মিডিয়াতে দারুন হিট দাদু-নাতি জুটি। এমনিতেও দাদুর সাথে নাতি কবীরের বন্ডিং দারুন। কোয়েলের ফেসবুক প্রোফাইলে কবীরের কিছু কিছু ছবি দেখতে পাওয়া যায়। খুব একটা শেয়ার করেন না। একরত্তি বয়স থেকে তিন বছর পর্যন্ত মাত্র কয়েকটি ছবি দিয়েছেন মা কোয়েল। তবে সদ্য স্কুল যাওয়া শুরু করেছে কবীর। ছেলের প্লে স্কুল যাওয়ার ছবি তুলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
No comments:
please do not enter any spam link in the comment box