যৌবনকালে bold ফিগারে কাঁপিয়েছেন বিনোদন দুনিয়া, এখন কী করছেন ‘আশিক বানায়ে আপনে’-এর নায়িকা

যৌবনকালে bold ফিগারে কাঁপিয়েছেন বিনোদন দুনিয়া, এখন কী করছেন ‘আশিক বানায়ে আপনে’-এর নায়িকা
মাত্র পাঁচ বছর ছিল তাঁর সিনেমা জীবনের আয়ুকাল। এই পাঁচ বছরেই সাফল্যের সেরায় পৌঁছে ছিলেন। কিন্তু সেখান থেকে সেই যে পড়লেন, তারপর আর তাঁকে ইন্ডাস্ট্রিতে খুঁজে পাওয়া গেল না। বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। রূপেও তিনি যথেষ্ট ‘শ্রী’ ছিলেন। তাই সিনেমায় জায়গা পেতে মেহনত করতে হয়নি। কিন্তু সাফল্য ধরে রাখতে পারেননি। তার অন্যতম কারণ ছিল ঠিকঠাক চিত্রনাট্য পচ্ছন্দ না করা। সুপারহিট ‘আশিক বানায়ে আপনে’-এর পর বিরাট স্টার হয়ে গিয়েছিলেন। তাঁর bold লুক দর্শকের খুব পচ্ছন্দ হয়েছিল। কেরিয়ারের শুরুতে বড় সাফল্য পেলেও দীর্ঘদিন রাজত্ব করতে পারেননি এই বাঙালি নায়িকা। আজকের প্রতিবেদনে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত সম্পর্কে না জানা কথা।
যৌবনকালে bold ফিগারে কাঁপিয়েছেন বিনোদন দুনিয়া, এখন কী করছেন ‘আশিক বানায়ে আপনে’-এর নায়িকা

শুরু তামিল সিনেমা দিয়ে

১৯৮৪ সালের ১৯ মার্চ ঝাড়খণ্ডের জামশেদপুরে জন্মান তনুশ্রী। মাত্র ২০ বছর বয়সে মুম্বাইয়ে ফেমিনা মিস ইন্ডিয়া জিতেছিলেন তিনি। ২০০৪-এ ইকুয়েডরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তামিল সিনেমা ‘তিরথা ভিলায়াতু পিল্লাই’ দিয়ে সিনেমা যাত্রা শুরু করেন। ২০০৬-এ ‘চকলেট’ এবং ‘আশিক বানায়ে আপনে’ দিয়ে বলিউডে পা রাখেন। এরপর পাঁচ বছর তাঁর প্রচণ্ড ডিমাণ্ড ছিল। ‘ঢোল’, ‘ভাগম ভাগ’, ‘রিস্ক’, ‘৩৬, চাইনা টাউন’, ‘গুড বয়, ব্যাড বয়’ ইত্যাদি বেশ কিছু সিনেমাতে তিনি কাজ করেন। তারপর একদিন হঠাৎ করেই সিনেমা থেকে উধাও হয়ে যান।
যৌবনকালে bold ফিগারে কাঁপিয়েছেন বিনোদন দুনিয়া, এখন কী করছেন ‘আশিক বানায়ে আপনে’-এর নায়িকা

তনুশ্রীকে শেষ দেখা গিয়েছিল ২০১০ সালের ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে। ২০১৮ সালে বলিউডে যখন ‘মিটু’ মুভমেন্ট জোরদার হয়ে উঠেছিল। তখন নানা পাটেকরের বিরুদ্ধে সরব হন তনুশ্রী। তিনি একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন, ২০০৬ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শ্যুটিংয়ের সময় যৌন হেনস্থা করেছিলেন নানা। যার জেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ট্রমায় চলে যান। এর প্রতিবাদ করায় সিনেমার একটি গান থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সিনেমার অফার আসা কমে যায়। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ফের বড় পর্দায় ফিরছেন তনুশ্রী দত্ত।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.