Rocky aur rani ki prem kahani sensor board: রকি আর রানির গল্পে চলল সেন্সরের কাঁচি, বাদ গেল মমতার নাম, ‘ব্রা’ ও ‘বেহেন **দ’ মত শব্দ

Rocky aur rani ki prem kahani sensor board: রকি আর রানির গল্পে চলল সেন্সরের কাঁচি, বাদ গেল মমতার নাম, ‘ব্রা’ ও ‘বেহেন **দ’ মত শব্দ
আগামী ২৮ জুলাই মুক্তি। তার আগে বেশ কড়া সেন্সর বোর্ড। করণ জোহরের ‘রকি ওউর রানি কি প্রেম কাহিনী’(Rocky aur rani ki prem kahani) রীতিমতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কাঁচি চালল CBFC board। আদিপুরুষ বিতর্কের পর সতর্ক হয়ে গিয়েছে সেন্সর। সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে তাই অনেক বিষয়ে ভাবনাচিন্তা করছে তারা। ছবির সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে অনেক পরিবর্তন আনতে হল পরিচালক-প্রযোজক করণ জোহরকে। এই ফ্যামিলি ড্রামা থেকে একাধিক দৃশ্য ও শব্দে কাঁচি চালানো হল। ছবিতে অনেক দৃশ্য ও শব্দ নিয়ে আপত্তি তুলছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। ছবির ট্রেলারে আলিয়া অর্থাৎ রানির মুখে ‘খেলা হবে’ স্লোগান শুনে চমকে গিয়েছিল গোটা বাংলা। সেই সংলাপ বাদ না পড়লেও ফিল্ম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ ছেঁটে ফেলল বোর্ড।
Rocky aur rani ki prem kahani sensor board: রকি আর রানির গল্পে চলল সেন্সরের কাঁচি, বাদ গেল মমতার নাম, ‘ব্রা’ ও ‘বেহেন **দ’ মত শব্দ

কী কী বাদ পড়ল ?

গত ১৯ জুলাই সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছে ধর্মা প্রোডাকশন। সার্টিফিকেট অনুযায়ী, ফিল্মের দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৮ মিনিট। মানে বেশ বড়। রণবীর কাপুর, আলিয়া ভাট ছাড়া অনেকদিন পরে বড় পর্দায় দেখা যাবে ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চনকে। একইসঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন চূর্ণি গাঙ্গুলী ও টোটা রায়চৌধুরী।
Rocky aur rani ki prem kahani sensor board: রকি আর রানির গল্পে চলল সেন্সরের কাঁচি, বাদ গেল মমতার নাম, ‘ব্রা’ ও ‘বেহেন **দ’ মত শব্দ

ছবির বেশ কিছু দৃশ্য ভালগার বলেছে সেন্সর বোর্ড। সিনেমায় অনেকবার ‘বেহেন **দ’ শব্দ ব্যবহার করা হয়েছে। যা পাল্টে ‘বেহেন দি’ করে দিতে বলা হয়েছে। জনপ্রিয় মদ প্রস্তুতকারক ‘ওল্ড মঙ্ক’-এর উল্লেখ ছিল। যা পালটে ‘বোল্ড মঙ্ক’ করতে বলা হয়েছে। ছবিতে ‘লোকসভা’র উল্লেখ ছিল। যা পুরোপুরি বাদ পড়েছে। পাশাপাশি, একটি সিনে অন্তর্বাসের দোকানের উল্লেখ ছিল। সেখানে নারীদের খুব ছোট করা হয়েছে বলে মত সেন্সর বোর্ডের। শুধু তাই নয়, ‘ব্রা’ শব্দ বাদ দিয়ে ‘আইটেম’ ব্যবহার করতে বলা হয়েছে। ট্রেলারে দেখানো হয়েছিল, একটি দৃশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে না পেতে ‘দাদাজি’ বলেন রকি অর্থাৎ রণবীর কাপুর। সেই দৃশ্যে শব্দে কিছু পরিবর্তন আনা হয়েছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.