Parambrata Chatterjee marriage: অন্যের ঘর ভেঙে নিজের সংসার, গোপনে বিয়ে সেরে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায় ?
মহিলা ঘটিত ব্যাপারে expert তকমা পেয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তনুশ্রী, স্বস্তিকা থেকে শুরু করে বিদেশিনী ইকা। একাধিক মহিলার সঙ্গে প্রেমে মজেছেন তিনি। তবে শেষ প্রেমটায় ঘর ভাঙার তকমা জুটেছে কপালে। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। এবার খবর হল চুপিসাড়ে মুম্বাইয়ে বিয়ে (Parambrata Chatterjee marriage) করে ফেলেছেন পরমব্রত। সেই খবরে রীতিমতো তোলপাড় নেট পাড়া। নানা ধরণের মন্তব্য শোনা গিয়েছে। কবে বিয়ে করলেন পরমব্রত ? সবথেকে বড় প্রশ্ন কাকে বিয়ে করলেন ? জানা গিয়েছে, গায়ক-সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন তিনি। বেশ কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশ্য সব খবর অস্বীকার করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
পরমব্রত অস্বীকার করলেও পিয়া-অনুপম রায়ের সুরেলা সংসারের ছন্দ কেটেছিল তাঁর জন্যই। দীর্ঘদিনের প্রেমের পর পিয়াকে বিয়ে করেছিলেন অনুপম রায়। পিয়া নিজেও একজন গায়িকা। কিন্তু সুখের সংসারে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে সব ছারখার করে দেয়। পরমব্রতের সঙ্গে পিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকায় বিবাহ বিচ্ছেদ ঘটে। এর আগে স্বস্তিকা, তনুশ্রী, নেদারল্যান্ডের সুন্দরী ইকার সঙ্গে দীর্ঘদিনের লিভ-ইন নিয়ে বেশ চর্চায় ছিলেন অভিনেতা পরমব্রত। সিনেমার থেকে বেশি মহিলা ঘটিত ব্যাপারে তিনি চর্চিত, আলোচিত। তবে অনুপম রায় ও পিয়ার বিবাহ বিচ্ছেদে তাঁর নাম জড়ানোয় বেশ বিরক্ত হয়েছিলেন পরমব্রত।
তিনি পিয়াকে নিজের প্রেমিকা বলতে নারাজ। বরং পিয়া তাঁর ভালো বন্ধু বলে উল্লেখ করেন। পরমব্রতের কথায়, ‘দুটো মানুষ বিচ্ছেদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে সেন্সেশন তৈরি করা মোটেই কাঙ্ক্ষিত নয়। আমি খুব বিরক্ত ব্যাপারটা শুনে’। তাঁর আরও বক্তব্য, ‘জানি না বিয়ের জন্য আমি আদৌ প্রস্তুত কিনা ? এই মুহূর্তে দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে আমি মানসিকভাবে প্রস্তুত কিনা তা জানি না’।
কী বলছেন পরমব্রত ?
৪৩ বছর বয়স হয়ে গিয়েছে অভিনেতার। জীবনের একাধিক নারীর আগমন ঘটেছে। কিন্তু একটাও ছাতনাতলা পর্যন্ত গড়ায়নি। অবশেষে বাণিজ্যনগরীতে শুভ কাজটি সেরে ফেলেছেন তিনি। এই খবরে আপাতত তোলপাড় সামাজিক মাধ্যমগুলি। বিয়ের খবর নিয়ে এই সময় ডিজিট্যালের কাছে মুখ খুলেছেন তিনি। সাক্ষাৎকারে পরমব্রত মজা করে জানিয়েছেন, ‘আমি একটা কেন ? চারটে বিয়ে করেছি। লন্ডন, কলকাতা, মুম্বাই, ঢাকা সব শহরে আমার স্ত্রী আছে। প্লিজ এটা লিখুন’।পরমব্রত অস্বীকার করলেও পিয়া-অনুপম রায়ের সুরেলা সংসারের ছন্দ কেটেছিল তাঁর জন্যই। দীর্ঘদিনের প্রেমের পর পিয়াকে বিয়ে করেছিলেন অনুপম রায়। পিয়া নিজেও একজন গায়িকা। কিন্তু সুখের সংসারে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে সব ছারখার করে দেয়। পরমব্রতের সঙ্গে পিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকায় বিবাহ বিচ্ছেদ ঘটে। এর আগে স্বস্তিকা, তনুশ্রী, নেদারল্যান্ডের সুন্দরী ইকার সঙ্গে দীর্ঘদিনের লিভ-ইন নিয়ে বেশ চর্চায় ছিলেন অভিনেতা পরমব্রত। সিনেমার থেকে বেশি মহিলা ঘটিত ব্যাপারে তিনি চর্চিত, আলোচিত। তবে অনুপম রায় ও পিয়ার বিবাহ বিচ্ছেদে তাঁর নাম জড়ানোয় বেশ বিরক্ত হয়েছিলেন পরমব্রত।
তিনি পিয়াকে নিজের প্রেমিকা বলতে নারাজ। বরং পিয়া তাঁর ভালো বন্ধু বলে উল্লেখ করেন। পরমব্রতের কথায়, ‘দুটো মানুষ বিচ্ছেদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে সেন্সেশন তৈরি করা মোটেই কাঙ্ক্ষিত নয়। আমি খুব বিরক্ত ব্যাপারটা শুনে’। তাঁর আরও বক্তব্য, ‘জানি না বিয়ের জন্য আমি আদৌ প্রস্তুত কিনা ? এই মুহূর্তে দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে আমি মানসিকভাবে প্রস্তুত কিনা তা জানি না’।




No comments:
please do not enter any spam link in the comment box