Untold story: মহিলা সহকারীর সঙ্গে সহবাস, স্বামীর মৃত্যুর জন্য দায়ী, রেখার আত্মজীবনী নিয়ে চর্চা তুঙ্গে

চিরদিন রহস্যময়ী রেখা। কেউ তাঁকে ডাইনি বিদ্যায় পারদর্শী বলে, আবার কেউ তাঁর অতলস্পর্শী চোখের মাঝে হারিয়ে গিয়েছেন। বয়স ৭০ ছুঁই ছুঁই। তাতে কি। আজও রেখাকে নিয়ে আগ্রহ বিন্দুমাত্র কমেনি। কীভাবে তিনি বয়স ধরে রেখেছেন ? স্বামী মারা যাওয়ার পরও কেন সিঁথিতে সিঁদুর পড়েন ? অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমারের মতো একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও আজ তিনি একা কেন ? এমন বহু প্রশ্নের উত্তর অধরা। সিনেমাতে তেমন দেখা না গেলেও বলিউডের সব অনুষ্ঠানে রেখার নিমন্ত্রণ থাকে। আজও তিনি শাড়িতে অন্যন্যা। সব সময় নিজের চারিদিকে একটি রহস্যময় পরিবেশ গড়ে তুলে রাখেন। সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন লেখক ইয়াসির উসমান। রেখার আত্মজীবনীতে। Rekha: the untold story তে। এখন সেই বই নিয়ে হইচই চারিদিকে।

কী লিখেছেন বইয়ে ?

ইয়াসির উসমানের লেখা আত্মজীবনীতে রেখার বেডরুমের কিছু না জানা কথা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে। ভীষণ ব্যক্তিগত সেইসব কথা। লেখকের দাবি, অভিনেত্রী তাঁর সহকারী ফরজানার সঙ্গে একত্রে বাস করেন। এমনকি রেখার শয়নকক্ষে শুধুমাত্র তাঁর ঢোকার অনুমতি আছে। এছাড়া বাড়ির পরিচারিকাদেরও ঢোকার অনুমতি নেই। শুধু তাই নয়, ফরজানা রেখার জীবনে চিরস্থায়ী বন্ধু, পরামর্শদাতা এবং ছায়াসঙ্গী। রেখা তাঁকে ছাড়া জীবন কল্পনা করতে পারেন না। এতটাই বিশ্বাস করেন। অনেকে দাবি করেন, আসলে ফরজানা রেখার প্রেমিকা। দুজনে একসঙ্গে থাকেন। রেখার জীবন তাঁকে ছাড়া চলে না। সব খুঁটিনাটি উনি নিয়ন্ত্রণ করেন। এমনকি রেখার ফোন পর্যন্ত ফরজানা ধরেন। যদিও রেখা ফরজানাকে নিজের বোন হিসেবে উল্লেখ করেন। আরও বিস্ফোরক তথ্য আছে বইয়ে।

আত্মজীবনীতে লেখা হয়েছে রেখার স্বামী মুকেশ আগরওয়ালের আত্মহত্যার পিছনে ফরজানার ভূমিকা ছিল। দিল্লির ব্যবসায়ী ছিলেন মুকেশ। ১৯৯০ সালে তিনি যখন আত্মহত্যা করেন রেখা তখন দেশের বাইরে ছিলেন। নিজের সুইসাইড নোটে মুকেশ কাউকে দায়ী করে যাননি। কিন্তু স্বামীর মৃত্যু রেখার পিছন ছাড়েনি। তাঁকে খুনি-ডাইনি ইত্যাদি তকমা দিয়েছিল নানা মহল। শুধু তাই নয়। ইন্ডাস্ট্রির ভিতরেও রেখার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন অনেকে। পরিচালক সুভাষ ঘাই, অভিনেতা অনুপম খের রেখার সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন। সব এই বইয়ে উল্লেখ করা হয়েছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.