কাজ পান না Bollywood-এ, ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য করা হয় ‘গদর’ সিনেমার নায়িকা আমিশা প্যাটেলকে

কাজ পান না Bollywood-এ, ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য করা হয় ‘গদর’ সিনেমার নায়িকা আমিশা প্যাটেলকে
২০০০ সালে Kaho Na Pyar Hai দিয়ে যে যাত্রা শুরু করে ছিলেন। সে যাত্রা মাঝপথে যেমন হোঁচট খেল। হারিয়ে গেলেন ছবির নায়িকা আমিশা প্যাটেল। এরপর Gadar আরও বড় সফল ছিল। কিন্তু কেন সেই সাফল্য ধরে রাখতে পারলেন না আমিশা। ভুল কোথায় হয়েছিল ? সবথেকে বড় ভুল ছিল ছবির নির্বাচন। বেছে বেছে সিনেমা তিনি করেননি। একটা সময় বড় বড় নায়কদের বিপরীতে একের পর এক ফ্লপ ছবি করেছেন। যেটা তাঁকে ফ্লপ নায়িকা হিসেবে চিহ্নিত করে দেয়। তার থেকেও বড় ব্যাপার ছিল ব্যক্তিগত জীবনে ঝড়। কিছুটা নিজেই ডেকে এনেছিলেন সেই ঝড়। যা সব কিছু তছনছ করে দিয়েছিল। প্রেমিকের উস্কানিতে বাবা-মার বিরুদ্ধে আদালতে পর্যন্ত গিয়েছিলেন। আবার বহু বছর পর Gadar 2 দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিশা। কিন্তু মাঝে সময়টা বড্ড বেশি চলে গেল।
কাজ পান না Bollywood-এ, ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য করা হয় ‘গদর’ সিনেমার নায়িকা আমিশা প্যাটেলকে

আমিশার অভিযান

আইনজীবী-রাজনৈতিক নেতা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রজনী প্যাটেলের নাতনি আমিশার জন্ম ১৯৭৫ সালে। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসার পর মুম্বাইয়ে নাটকের গ্রুপে জয়েন করেন আমিশা। একইসঙ্গে মডেলিং চলতে থাকে। একাধিক নামী ব্রান্ডের মডেল ছিলেন তিনি। বাবার স্কুলের সহপাঠী রাকেশ রোশন তাঁর ছেলের বিপরীতে প্রথম কাস্ট করেন ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবিতে। প্রথম ছবি কত বড় হিট ছিল, তা আর বলার প্রয়োজন পড়ে না। দ্বিতীয় সিনেমা তামিলে। নাম ‘বদ্রী’। সেটাও বিরাটি হিট ছিল। এরপর Anil Sharma's cross-border romance ‘Gadar: Ek Prem Katha আরও বড় হিট ছিল। ৫০০ মেয়ের মধ্য থেকে ২২ জনকে প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়। স্ক্রিনটেস্টে নির্বাচিত হন আমিশা প্যাটেল। এটাই আমিশার জীবনের সবথেকে বড় হিট।
কাজ পান না Bollywood-এ, ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য করা হয় ‘গদর’ সিনেমার নায়িকা আমিশা প্যাটেলকে

কিন্তু তারপর ‘আপ মুঝে আছে লাগনে লাগে’, ‘ক্রান্তি’, ‘ইয়ে হে জলবা’-এর মতো একাধিক ফ্লপ ছবি পরপর আসতে শুরু করে। আমিশা আর তাঁর সেই হারানো জমি ফিরে পেলেন না। সলমান খান, ঋত্বিক রোশন, অজয় দেবগন ইত্যাদি বড় বড় নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেও আমিশা কিছু করে উঠতে পারছিলেন না।
কাজ পান না Bollywood-এ, ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য করা হয় ‘গদর’ সিনেমার নায়িকা আমিশা প্যাটেলকে

ব্যক্তিগত জীবনে ঝড়

কেরিয়ারের প্রথম দিকেই বিবাহিত পরিচালক বিক্রম ভাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আমিশা। দুজনে একসঙ্গে থাকতে শুরু করেন। তখন আমিশার কেরিয়ারে বেশি মাথা ঘামাতেন বিক্রম। সেটা অন্য পরিচালক বা প্রযোজকদের মোটেই পচ্ছন্দ হত না। ফলে Bollywood-এর সঙ্গে দূরত্ব তৈরি হল। বিক্রমের পরামর্শে বাবা-মায়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে থানায় গিয়েছিলেন আমিশা। বাবা-মাকে এইভাবে অপদস্ত করা ইন্ডাস্ট্রিতে ভালো ইমেজ তৈরি করেনি। ফলে ধীরে ধীরে সিনেমার অফার আসা কমে যেতে লাগল। বলিউড থেকে হারিয়ে গেলেন আমিশা। অন্যদিকে, বিক্রমের সঙ্গেও সম্পর্ক ভেঙে গিয়েছে। এখন বেশ একা তিনি। আবার সিনেমাতে ফেরার চেষ্টা করছেন। কিন্তু সময় একবার হাত থেকে চলে গেলে সে আর ফেরে না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.