আগুন ঝড়ানো রূপ নিয়ে মাতাল করেছিলেন দুনিয়া। তাঁর প্রেমে পাগল ছিলেন প্রায় সব বয়সের পুরুষ মানুষ। তাই তো এই বয়সেও তাঁকে নিয়ে আগ্রহ বিন্দুমাত্র কমেনি। তিনি রেখা। হিন্দি সিনেমার অন্যতম কুইন। সিনেমা ইন্ডাস্ট্রিতেও তাঁর প্রেমিকের অভাব ছিল না। এত ভালোবাসা পেলেও ব্যক্তিগত জীবন কোনওদিন সুখের হয়নি রেখার। প্রথম সংসার মাত্র দু’মাস টিকে ছিল। আর দ্বিতীয় বিয়ে বছর ঘোরেনি। তার আগেই গলায় রেখার ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন স্বামী। সেই বিয়ের কথা সবাই জানে। তবে কেন স্বামী মুকেশ আগরওয়াল আত্মহত্যা করেছিলেন ! তা আজও অজানা। কিন্তু প্রথম বিয়ের কথা (Rekha first husband) চিরদিন ঊহ্য রেখেছেন অভিনেত্রী রেখা। কিন্তু কেন ? কারণ কী ? কেন সেই বিয়ে মাত্র দু’মাস টিকে ছিল ? সবথেকে বড় কথা কে ছিলেন সেই গোপন স্বামী ?
< br />
তবে সেই বিয়ে সুখের হয়নি। মাত্র দু’মাস সংসার করতে পেরেছিলেন রেখা। জানা যায়, রেখা নাকি যখন নববধূ হয়ে শ্বশুরবাড়িতে পা রাখেন, তখন বিনোদের মা জুতো নিয়ে তাঁকে মারতে যান। এরপর সেই বিয়ে আর বেশিদিন টেকেনি। দু’মাসেই সংসার ভেঙে যায়। বিনোদ মেহেরাকে বিয়ের কথা কোনওদিন স্বীকার করেন না রেখা। একবার সিমি গিরেওয়ালের শোতে সিমি এই প্রসঙ্গটি তুলেছিলেন। তিনি প্রশ্ন করেন, সত্যি কী বিনোদের সঙ্গে সংসার করেছিলেন ? উত্তর দিতে অস্বীকার করেন রেখা। তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলবে। আপনিও আমাকে প্রশ্ন করছেন। কিন্তু আমি উত্তর দেব না। কারণ উত্তর দেওয়াটা জরুরী নয়’।
বিনোদ মেহেরা জীবনে তিনবার বিয়ে করেছিলেন। তৃতীয়বার বিয়ে করেন অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীকে। কিন্তু বেশিদিন সংসার করতে পারেননি। মাত্র ৪৫ বছরে মৃত্যু হয় বিনোদের। অন্যদিকে রেখা বিয়ে করেছিলেন ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে। তিনি একবছরের মাথায় আত্মহত্যা করেন। তারপর থেকে একা জীবন কাটাচ্ছেন রেখা।
< br />
রেখা এবং বিনোদ মেহেরা
একবার নয়। দুবার বিয়ের পিঁড়িতে বসে ছিলেন রেখা। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রবল গুঞ্জনের মধ্যে তাঁরা পৃথক হয়ে যান। তখন রেখার জীবনে আসেন অভিনেতা বিনোদ মেহেরা। সেই সময় হিন্দি সিনেমার অন্যতম অভিনেতা ছিলেন বিনোদ মেহেরা। তিনি রেখাকে ভালোবাসতেন। যদিও প্রকাশ্যে সেই কথা কোনও দিন জানাননি। বিষয়টি ফাঁস করেছিলেন বিনোদের এক বন্ধু। তিনি জানিয়েছিলেন, রেখাকে বিয়ে করেছিলেন বিনোদ। অত্যন্ত গোপনে হয়েছিল সেই বিয়ে। শুধুমাত্র কয়েকজন বন্ধুর উপস্থিতিতে।তবে সেই বিয়ে সুখের হয়নি। মাত্র দু’মাস সংসার করতে পেরেছিলেন রেখা। জানা যায়, রেখা নাকি যখন নববধূ হয়ে শ্বশুরবাড়িতে পা রাখেন, তখন বিনোদের মা জুতো নিয়ে তাঁকে মারতে যান। এরপর সেই বিয়ে আর বেশিদিন টেকেনি। দু’মাসেই সংসার ভেঙে যায়। বিনোদ মেহেরাকে বিয়ের কথা কোনওদিন স্বীকার করেন না রেখা। একবার সিমি গিরেওয়ালের শোতে সিমি এই প্রসঙ্গটি তুলেছিলেন। তিনি প্রশ্ন করেন, সত্যি কী বিনোদের সঙ্গে সংসার করেছিলেন ? উত্তর দিতে অস্বীকার করেন রেখা। তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলবে। আপনিও আমাকে প্রশ্ন করছেন। কিন্তু আমি উত্তর দেব না। কারণ উত্তর দেওয়াটা জরুরী নয়’।
বিনোদ মেহেরা জীবনে তিনবার বিয়ে করেছিলেন। তৃতীয়বার বিয়ে করেন অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীকে। কিন্তু বেশিদিন সংসার করতে পারেননি। মাত্র ৪৫ বছরে মৃত্যু হয় বিনোদের। অন্যদিকে রেখা বিয়ে করেছিলেন ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে। তিনি একবছরের মাথায় আত্মহত্যা করেন। তারপর থেকে একা জীবন কাটাচ্ছেন রেখা।
No comments:
please do not enter any spam link in the comment box