Ambarish Bhattacharya marriage: জীবনে বান্ধবীর অভাব নেই, তাও কেন বিয়ে করলেন না অম্বরীশ ভট্টাচার্য ?

Ambarish Bhattacharya marriage: জীবনে বান্ধবীর অভাব নেই, তাও কেন বিয়ে করলেন না অম্বরীশ ভট্টাচার্য ?
প্রেমের জন্য গাছতলায় গিয়েছেন, কিন্তু ছাতনাতলায় আজও যাওয়া হল না। কালে কালে বয়স অনেক হল। আজও বিয়ে করা হল না অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের (Ambarish Bhattacharya)। সেই কবে টিভি সিরিয়াল ‘রাজা অ্যান্ড গজা’ দিয়ে কেরিয়ার শুরু। তার আগে অবশ্য নাটক, যাত্রা করেছেন। সেই সুবাদে নানা স্থানে ঘুরেছেন। বিভিন্ন রকম মানুষ দেখেছেন। আর সেখান থেকেই অভিনয়ের রশদ পেয়েছেন। যেকোনও চরিত্র তিনি খুব সহজে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন। দেখলে মনে হয়, চরিত্রটা যেন তাঁকে ভেবেই লেখা। সিরিয়াল, ওয়েব সিরিজ থেকে সিনেমা, সব মাধ্যমে তিনি সাবলীল। খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে ব্যোমকেশের অজিতের ভূমিকায়। দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে অম্বরীশ অজিতের চরিত্রে। ছবি এখনও রিলিজ করেনি। তার আগেই চর্চা তুঙ্গে। বিশেষ করে ব্যোমকেশ ও অজিতের ভূমিকায় দেব আর অম্বরীশের কাস্টিং নিয়ে আলোচনা সব থেকে বেশি।
Ambarish Bhattacharya marriage: জীবনে বান্ধবীর অভাব নেই, তাও কেন বিয়ে করলেন না অম্বরীশ ভট্টাচার্য ?

কেন বিয়ে করেননি ?

১৯৭৯ সালের ১৩ মার্চ কলকাতায় জন্ম। প্রথমে কিংবদন্তী থিয়েটার শিল্পী কেতকি দত্তের সঙ্গে কাজ শুরু। তারপর চপল ভাদুরীর সঙ্গে মিলে ‘শিতলা’ নামের যাত্রা করেছেন কয়েক বছর। টেলিভিশনে প্রথম কাজ ‘রাজা অ্যান্ড গজা’ সিরিয়াল ২০০৭ সালে। সেই সিরিয়াল এতই হিট ছিল যে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মেদ বহুল শরীর তাঁর ইউএসপি। কোনওদিন রোগা হওয়ার চেষ্টা করেননি। অম্বরীশ মানুষ দেখতে, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। যাত্রা করার সময় পাঁচ বছর নানা স্থানে ঘুরেছেন। অনেক মানুষ দেখেছেন। আর সেখান থেকেই নানা ধরণের চরিত্র করার রসদ পেয়েছেন। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে ফেললেন। এখন সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজ ও সিনেমাতে বেশি অভিনয় করছেন। সব তো ঠিক আছে, কিন্তু ভক্তদের প্রশ্ন বিয়ে (marriage) কবে করবেন অম্বরীশ ভট্টাচার্য ?
Ambarish Bhattacharya marriage: জীবনে বান্ধবীর অভাব নেই, তাও কেন বিয়ে করলেন না অম্বরীশ ভট্টাচার্য ?

টালিগঞ্জের এই মুহূর্তে অন্যতম এলিজেবেল ব্যাচেলর অম্বরীশ। বিয়ে তো দূরের কথা প্রেম বা কোনও রকম কেচ্ছা অভিনেতাকে নিয়ে শোনা যায় না। ব্যোমকেশের অজিত হওয়ার পর থেকে অজিতের মতো অম্বরীশের জীবন নারী বর্জিত হয়ে উঠেছে। অবশ্য অভিনেতার দাবি, তাঁর জীবন মোটেই নারী বর্জিত নয়। বলা উচিত স্ত্রী বর্জিত। সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে অভিনেতা অম্বরীশ স্বীকার করেছেন, তাঁর জীবন অজিতের মতো নারী বিহীন নয়। তাঁর অনেক বান্ধবী আছে। অনেকের চেয়ে বেশি নারীদের বুঝি। নারীদের বিষয়ে তাঁর অনেক বেশি আগ্রহ। আসলে বিয়ে না করার কারণ, বহেমিয়ান জীবনে তিনি অভ্যস্ত। বিয়ে করে সংসারের ফাঁদে পড়তে চান না।
Ambarish Bhattacharya marriage: জীবনে বান্ধবীর অভাব নেই, তাও কেন বিয়ে করলেন না অম্বরীশ ভট্টাচার্য ?

আর পাঁচজন যুবকের মতো অম্বরীশের জীবনেও প্রেম এসেছিল। কিন্তু তা টেকেনি। খুব ছোট থেকেই নানা জায়গায় ঘুরে মানুষ দেখতেন অভিনেতা। যাত্রা তাঁকে সেই স্বাধীনতা দিয়েছিল। এখন অভিনয় জীবনে এক ঘেয়েমি এসে গিয়েছে। এসব থেকে মুক্তি নিয়ে তিনি পারলে পুরনো জীবনে ফিরে যাবেন। দেশ-বিদেশ ঘুরে ঘুরে মানুষ দেখবেন। বিয়ে করলে সেটা সম্ভব নয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.