গত নভেম্বরে মা হয়েছেন বিপাশা বসু। শখ করে মেয়ের নাম রেখেছেন দেবী। জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মা হিসেবে কত কাজ। মেয়েকে বড় করা থেকে প্রতি পদে যত্ন নেওয়া। হাজারো স্বপ্ন চোখের সমানে। কিন্তু সেই ছোট্ট মেয়ে যখন হাসপাতালের বিছানায় শুয়ে থাকে। মাত্র তিন মাসে তার বড় অপারেশন হয়। তখন মা হিসেবে কেমন অনুভূতি হয় সেটা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাঁরা গিয়েছেন, একমাত্র তাঁরাই বুঝতে পারবেন। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে কথোপকথনে সেই কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিপাশা।
কী হয়েছে বিপাশার মেয়ের ?
জন্ম থেকেই অসুস্থ বিপাশা ও করণের মেয়ে। ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্টে আক্রান্ত সে। অর্থাৎ দেবীর হৃদয়ে দুটি ছিদ্র আছে। জন্মের পরেই বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকরা বিপাশা ও করণকে অপেক্ষা করতে বলেন। অনেক সময় নিজে থেকেই ছিদ্র বুজে যায়। দেবীর ক্ষেত্রে তেমনটা হয় কিনা দেখতে চাইছিলেন তিনি। রোজ দেবীর হার্টের স্ক্যান করা হত। কিছুদিন অপেক্ষা করেও অবস্থার কোনও উন্নতি হয়নি। তারপর শুরু হয় লড়াই। দেবীর হার্টে এতবড় ছিত্র ছিল যে তা অপারেশন ছাড়া গতি ছিল না। সার্জারি করেই দেবীকে সুস্থ করা সম্ভব। বিপাশার মেয়ে খুব ছোট বলেই সেটা সম্ভব।
অসুস্থ মেয়েকে নিয়ে নানা ডাক্তারের কাছে ছুটে গিয়েছেন তাঁরা। নানা চিকিৎসকের মতামত নিয়েছেন। সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিপাশা। চরম উদ্বেগে দিন কেটেছে। মেয়ের ওপেন হার্ট সার্জারি (open heart surgery)বিপাশা মেনে নিলেও করণ কিছুতেই মানতে পারছিলেন না। মাত্র তিন মাসের দেবীর ছ’ঘণ্টা ধরে অপারেশন হয়। সেই দিনটি কেমন কেটেছিল বলতে গিয়ে চোখ ভিজে যায় বিপাশার। অপারেশনের পর দেবী এখন অনেকটা সুস্থ। বিপাশা মনে করেন, মা-বাবা হিসেবে তাঁর এবং করনের যাত্রাটা মোটেই সুখকর নয়। অন্যদের থেকে অনেকটা আলাদা।
অসুস্থ মেয়েকে নিয়ে নানা ডাক্তারের কাছে ছুটে গিয়েছেন তাঁরা। নানা চিকিৎসকের মতামত নিয়েছেন। সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিপাশা। চরম উদ্বেগে দিন কেটেছে। মেয়ের ওপেন হার্ট সার্জারি (open heart surgery)বিপাশা মেনে নিলেও করণ কিছুতেই মানতে পারছিলেন না। মাত্র তিন মাসের দেবীর ছ’ঘণ্টা ধরে অপারেশন হয়। সেই দিনটি কেমন কেটেছিল বলতে গিয়ে চোখ ভিজে যায় বিপাশার। অপারেশনের পর দেবী এখন অনেকটা সুস্থ। বিপাশা মনে করেন, মা-বাবা হিসেবে তাঁর এবং করনের যাত্রাটা মোটেই সুখকর নয়। অন্যদের থেকে অনেকটা আলাদা।
No comments:
please do not enter any spam link in the comment box