ileana D’cruz blessed with a baby boy: পিতৃপরিচয় ছাড়াই মা হলেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী, জানুন তাঁর পরিচয়

ileana D’cruz blessed with a baby boy: পিতৃপরিচয় ছাড়াই মা হলেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী, জানুন তাঁর পরিচয়

বলিউডে ফের খুশির খবর। মা হলেন অভিনেত্রী ইলিনিয়া ডি’ক্রুজ। বেশ কিছুদিন আগেই নিজের প্রেগনেন্সির খবর জানিয়েছিলেন অভিনেত্রী। ১লা আগস্ট তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের (baby) জন্ম দিয়েছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় সদ্যজাতের ছবি শেয়ার করেছেন। নিজের অনুগামীদের সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন ইলিনিয়া। সাউথ ও হিন্দি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইলিনিয়া। একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। তবে বিগত কয়েক বছর ধরে তাঁকে সে ভাবে সিনেমায় দেখা যায়নি। কিন্তু প্রেগনেন্সির খবর প্রকাশ করার পর ফের তিনি চর্চায় চলে আসেন। তার অন্যতম কারণ তিনি বিবাহিত নন। এখনও বিয়ে হয়নি অভিনেত্রীর। শুধু এটুকু নয়, তাঁর সন্তানের বাবা কে ? সেই তথ্যও প্রকাশ করেননি তিনি। স্বাভাবিকভাবেই অতিউৎসুকদের মধ্যে চর্চা তুঙ্গে উঠেছে।

ileana D’cruz blessed with a baby boy: পিতৃপরিচয় ছাড়াই মা হলেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী, জানুন তাঁর পরিচয়

ইলিনিয়ার সন্তানের বাবা কে ?

অভিনেত্রী নিজে তাঁর সন্তানের বাবা কে ? তা জানাননি। বর্তমান যুগে সেটা দরকারিও নয়। সুস্মিতা সেন সহ অনেকেই তাঁর সন্তানকে single mother হিসেবে মানুষ করছেন। তবে বলিউডে কানাঘুষো ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে প্রেম করছেন ইলিনিয়া। ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে কিছুদিন আগে ছুটি কাটাতে বিদেশ গিয়েছিলেন ‘বরফি’-এর অভিনেত্রী। এইসব দেখে দুয়ে দুয়ে চার করছেন নেটিজেনরা। ইলিনিয়া অবশ্য সন্তানের বাবার পরিচয় কাউকে জানাননি। তবে মাঝে মাঝে প্রেমিকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। মাঝে প্রেমিকের আবছা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘যখন আমি ভেঙে পড়ি, তখন উনি আমার পাশে থাকেন। চোখের জল মুছিয়ে দেন। আমাকে হাসাতে মজার মজার কথা বলেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বোঝান। আমাকে শান্ত করেন। উনি জানেন আমার কি প্রয়োজন’।

ইলিনিয়া তাঁর সন্তানের নাম রেখেছেন ‘কোয়া ফিনিক্স ডোলান’। বলিউডের প্রচলিত ধারার বাইরে বেরিয়ে সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। লুকিয়ে রাখেননি। অভিনেত্রী লিখেছেন, ‘আজ আমি পূর্ণ। আমাদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে আমরা ধন্য। আজ আমরা কতটা খুশি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়’। 

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.