Jeetu kamal-nabnita das divorce: জিতুর সঙ্গে থাকি না কয়েক মাস, এখন নতুন বন্ধু হলে পরকীয়া কেন বলা হবে ? প্রশ্ন নবনীতার

Jeetu kamal-nabnita das divorce: জিতুর সঙ্গে থাকি না কয়েক মাস, এখন নতুন বন্ধু হলে পরকীয়া কেন বলা হবে ? প্রশ্ন নবনীতার
বনিবনা হচ্ছিল না বেশ কয়েক মাস ধরে। তাই ছাদ আলাদা হয়ে গিয়েছে। সোশ্যাল সাইটে রীতিমতো ঘোষণা দিয়ে আলাদা হয়েছেন। যোগাযোগ এখন আর নেই বললেই চলে। আর কিছু দিনের অপেক্ষা। আগামী মাসেই আইনত আলাদা (divorce) হয়ে যাবেন জিতু আর নবনীতা। কিন্তু ভক্তরা মানবে কেন ? জিতু কমলের অনুগামীরা অভিনেত্রী নবনীতা দাসকে বিচ্ছেদের জন্য দায়ী করেছেন। আবার জিতুর সঙ্গে নায়িকা শ্রাবন্তীর সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরে জানা যায়, জিতু আর শ্রাবন্তী একসঙ্গে সিনেমা করছেন। প্রেম নয়। তবে নতুন প্রেম এসেছে নবনীতার জীবনে। আর সেই কারণেই দুজন আলাদা হচ্ছেন। অভিযোগ উঠেছে, পরকীয়া করছেন নবনীতা ! এখানেই প্রশ্ন তুলছেন অভিনেত্রী।
Jeetu kamal-nabnita das divorce: জিতুর সঙ্গে থাকি না কয়েক মাস, এখন নতুন বন্ধু হলে পরকীয়া কেন বলা হবে ? প্রশ্ন নবনীতার

নবনীতার বক্তব্য

ইনস্টাগ্রামে অভিনেত্রীর প্রোফাইল দেখলে বোঝা যাচ্ছে, নতুন বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছেন তিনি। পাহাড়ের পর সমুদের ধারে জমেছে রোমান্স। অনেকেই নবনীতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। জানা গিয়েছে, ধনী ব্যবসায়ীর ছেলে স্নেহাল অধিকারী এখন নবনীতার নতুন বয়ফ্রেন্ড। এই সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠায় নবনীতার বক্তব্য, ‘পরকীয়া মানে কী ? বিবাহিত জীবন হওয়া সত্ত্বেও জীবনে অন্য মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানো। কিন্তু আমি আর জিতু প্রায় পাঁচ মাস আলাদা থাকি। তারপর আমি বা আমার প্রাক্তন কেউ দ্বিতীয় বিয়ে করিনি। বিবাহিত জীবন কারও নেই। আর তাছাড়া আমার আর জিতুর কোন ওদিন রেজিস্ট্রি হয়নি। শুধু ধর্মীয় রীতি মেনে বিয়ে হয়েছিল। তাই আমি অন্য সম্পর্কে গেলে তাকে পরকীয়া বলা হবে কেন’ ?
Jeetu kamal-nabnita das divorce: জিতুর সঙ্গে থাকি না কয়েক মাস, এখন নতুন বন্ধু হলে পরকীয়া কেন বলা হবে ? প্রশ্ন নবনীতার

নবনীতা আরও বলেছেন, ‘সবথেকে বড় কথা আমি কোনও সম্পর্কে জড়াইনি। শুধু নতুন বন্ধু হয়েছে। নাম স্নেহাল। মাত্র কয়েক মাস আগে আলাপ। ওঁর বাড়ির সঙ্গেও পরিচয় হয়েছে। যেদিন ওঁর সঙ্গে আলাপ হয়, সেদিন জিতুকে বলেই গিয়েছিলাম। এখন পরকীয়ার অভিযোগ শুনে স্নেহালের পরিবার খুব ঘাবড়ে গিয়েছে। আমি বোঝালাম, এসব আমাদের প্রতিনিয়ত সহ্য করতে হয়, তাই পাত্তা না দিতে’।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.