Sourav Ganguly daughter: ধন্যি মেয়ে, বিলেতের মাটিতে বাবা সৌরভের মুখ উজ্জ্বল করলেন মেয়ে সানা

Sourav Ganguly daughter: ধন্যি মেয়ে, বিলেতের মাটিতে বাবা সৌরভের মুখ উজ্জ্বল করলেন মেয়ে সানা
লন্ডনে লর্ডসের মাঠে জামা খুলে উড়িয়ে ছিলেন সৌরভ গাঙ্গুলী। বাঙালি হিসেবে সেদিন ছিল অত্যন্ত গর্বের। আজ এত বছর পরে ফের একবার বিলেতের মাটিতে উজ্জ্বল হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ। বলা ভালো ‘বাবা’ সৌরভ গাঙ্গুলীর মুখ। তাঁর মেয়ে (daughter) সানা লন্ডনের গ্লোবাল ইউনিভার্সিটিতে (Global University) পড়াশোনা করতেন। সেখানেই তাঁর লেখাপড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক শেষ হয়েছে। জানা গিয়েছে অর্থনীতিতে স্নাতক হলেন সানা গঙ্গোপাধ্যায়। মেয়ের সাফল্যে গর্বিত সৌরভ ও ডোনা গাঙ্গূলী। কয়েক বছর আগে মেয়েকে লন্ডনে রেখে এসে কার্যত ভেঙে পড়েছিলেন বাবা সৌরভ। দেখতে দেখতে মেয়ের পড়াশোনা সেখানে শেষ হয়ে গেল। এখন অবশ্য সৌরভ ও ডোনার দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে লন্ডন। সেখানে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি। ছুটি কাটাতে প্রায় মেয়ের কাছে যান স্বামী-স্ত্রী। তবে এবার মেয়ের খুশি উদযাপনের জন্য ইতিমধ্যেই লন্ডনে পাড়ি দিয়েছেন সৌরভ ও ডোনা।
Sourav Ganguly daughter: ধন্যি মেয়ে, বিলেতের মাটিতে বাবা সৌরভের মুখ উজ্জ্বল করলেন মেয়ে সানা

জানা গিয়েছে, তিন সপ্তাহের জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন সৌরভ। স্ত্রী ডোনা অবশ্য আগেই চলে গিয়েছেন। আগামী ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠিত হবে। সেখানে মেয়েকে উৎসাহ দিতে হাজির থাকবেন দুজনে। ২৩ বা ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন দুজনে। যদিও মেয়ে এখন ফিরবেন না। উচ্চ শিক্ষার জন্য তিনি লন্ডনেই থেকে যেতে চান। অবশ্য দুর্গাপুজোতে মেয়ে সানা বাবা-মায়ের কাছে ফিরতে পারেন। মেয়ের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের পর সৌরভ মেয়ের সঙ্গে ছুটি কাটাবেন। দেশে ফেরার পর একাধিক দায়িত্ব সৌরভ গাঙ্গুলীর কাঁধে।
Sourav Ganguly daughter: ধন্যি মেয়ে, বিলেতের মাটিতে বাবা সৌরভের মুখ উজ্জ্বল করলেন মেয়ে সানা

আগামী ৩০ শে সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা হবে। সৌরভ গাঙ্গুলী সেই সভায় যোগ দেন কিনা সেটাই দেখার। তবে বিশ্বকাপে মহারাজ কলকাতায় থাকবেন। ইডেনে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ দেওয়া হয়েছে। সেই ম্যাচগুলি ঠিকঠাকভাবে আয়োজন হচ্ছে কিনা, তা দেখার দায়িত্ব সৌরভের উপর দিয়েছে সিএবি। খেলার মাঠ থেকে টেলিভিশনের পর্দা। সামনে কলকাতার মহারাজের কাঁধে অনেক দায়িত্ব। ইতিমধ্যেই দাদাগিরি সিজন ১০-এর প্রোমো প্রকাশ পেয়েছে। তাতে ফের দাদা হিসেবে অবতীর্ণ হয়েছেন সৌরভ গাঙ্গুলী। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.