Rakhi Sawant claims against her husband: ৪৭ লাখে আমার নগ্ন ছবি বিক্রি করেছে, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মারাত্মক দাবি রাখি সাবন্তের

Rakhi Sawant claims against her husband: ৪৭ লাখে আমার নগ্ন ছবি বিক্রি করেছে, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মারাত্মক দাবি রাখি সাবন্তের
বিনোদন জগতে মুখরোচক খবর নিত্যদিন ঘোরাফেরা করে। কখনও সেটা বিরাট হাইপ তৈরি করে। আবার কোনওটা নিয়ে বিতর্ক কম হয় না। তার সঙ্গে যদি জড়িয়ে যায় রাখি সাবন্তের নাম। তাহলে গরম ভাতে ঘিয়ের কাজ করে। নামমাত্র কিছু ছবিতে অভিনয় করলেও নানা ধরণের বিতর্কের জেরে সব সময় শিরোনামে থাকেন রাখি। মিকার চুমু কাণ্ড থেকে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ। তবে এবারের অভিযোগ আরও মারাত্মক। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে হাজির হলেন তিনি। বেশ কিছুদিন ধরেই স্বামী আদিল খানের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ শোনা যাচ্ছিল বিগ বস তারকার মুখে। তবে এবারে তাঁর বক্তব্য সব কিছুকে ছাপিয়ে গেল।

কী দাবি করেছেন রাখি ?

অভিনেত্রীর অভিযোগ, তাঁর প্রাক্তন স্বামী আদিল দুরানি খান নাকি তাঁর ন্যুড ছবি তুলে ৪৭ লক্ষ টাকার বিক্রি করেছে। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আদিল। গত বছর জুলাইয়ে আদিল খানকে অত্যন্ত গোপনে বিয়ে করেন রাখি। যদিও মধুচন্দ্রিমার রাতও পের হয়নি, তার আগেই শুরু হয় বিবাদ। একের পর এক ঘটনায় পরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি চালিয়ে যাচ্ছেন রাখি ও আদিল।
Rakhi Sawant claims against her husband: ৪৭ লাখে আমার নগ্ন ছবি বিক্রি করেছে, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মারাত্মক দাবি রাখি সাবন্তের

বিয়ের পর সোশ্যাল সাইটে ভাইরাল হয় রাখির বোরখা পরা ছবি। আদিলের জন্য তিনি ধর্ম পাল্টেছেন এমনও শোনা গিয়েছিল তাঁর মুখে। কিন্তু সেই সুখের সময় বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের কিছুদিনের মধ্যে আদিল খানের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। গার্হস্থ্য হিংসার অভিযোগে আদিলকে জেলে পাঠান তিনি। সদ্য জেল থেকে বেরিয়েছেন আদিল। তাই বেশি সময় নষ্ট না করে তিনি রাখির বিরুদ্ধে সরব হয়েছেন। একটি সংবাদমাধ্যমে আদিল জানিয়েছেন, শ্যুটিংয়ের জন্য বিদেশ যাচ্ছেন বলে প্রাক্তন স্বামী রীতেশের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রাখি। যদিও রাখি দাবি, রীতেশের সঙ্গে তার বিয়ে হয়নি। অন্যদিকে, রাখির মারধরের অভিযোগের পাল্টা মারধরের অভিযোগ করেছেন আদিল। তিনি বলেছেন, নানা অছিলায় রাখি তাঁকে মারধর করত। অভিনেত্রীর দাবি আরও মারাত্মক। রাখি বলেছেন, তিনি যখন বাথরুমে যেতেন তখন তাঁর নগ্ন ছবি তুলেছেন আদিল। সেই ছবি আবার ৪৭ লক্ষ টাকায় বিক্রি করেছেন।

একেবারে অসহায় ভঙ্গিতে রাখি মিডিয়ার সামনে বলেছেন, ওই ছবি ভাইরাল হয়ে গেলে তাঁর কী হবে ? তাঁকে তো বিষ খেয়ে মরতে হবে। যদিও এইসব কান্নাকাটিতে আদিলকে টলানো যায়নি। তিনি পালটা বলেছেন, রাখি তাঁকে কীভাবে ফাসিয়েছে, কীভাবে তাঁকে জেলে পাঠিয়েছে, সব তথ্য তিনি ধীরে ধীরে প্রকাশ্যে আনবেন। এখন রাখি-আদিলের এই নাটকের পরবর্তী অধ্যায় কবে উন্মোচিত হবে সেইদিকে তাকিয়ে নেটিজেনরা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.