Sushmita Sen marriage: ৪৭-এও অবিবাহিতা, কেন এখনও পর্যন্ত বিয়ে করলেন না সুস্মিতা সেন ?

Sushmita Sen marriage: ৪৭-এও অবিবাহিতা, কেন এখনও পর্যন্ত বিয়ে করলেন না সুস্মিতা সেন ?
তাঁর রূপের ছটায় চোখ ধাঁদিয়ে যায়। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক বাজারে দেশের নাম রোশন করেছিলেন। প্রথম ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন। মডেলিং থেকে অভিনয়ে এসেও বাঙালিদের মুখ উজ্জ্বল করেছিলেন। তিনি সুস্মিতা সেন। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘তালি’। যেখানে একজন বৃহন্নলার ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এই নিয়ে চারিদিকে চর্চা চলছে। কিন্তু জানেন কী ? সুস্মিতার জীবনে প্রেম এসেছে বারবার। কিন্তু সংসার হয়নি একবারও। কেন ৪৭ বছর বয়সেও অবিবাহিতা (unmarried) সুস্মিতা সেন ? জানব সেই কাহিনী।
Sushmita Sen marriage: ৪৭-এও অবিবাহিতা, কেন এখনও পর্যন্ত বিয়ে করলেন না সুস্মিতা সেন ?

Sushmita Sen career

১৯৯৪ সালে Miss Universe হয়েছিলেন সুস্মিতা সেন। তারপর সোজা মডেলিংয়ের দুনিয়ায় প্রবেশ। সেখান থেকে সিনেমা। প্রথম ছবি ‘দস্তক’। তারপর ‘তুম বিন’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘তুম কো না ভুল পাঁয়েগে’, ‘ম্যায় হু না’, ‘ম্যানে প্যায়ার কিউ কিয়া’-এর মতো একাধিক হিট ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সিনেমার তালিকা দীর্ঘ। সিনেমা থেকে ওয়েব সিরিজেও ফাটিয়ে কাজ করছেন তিনি।
Sushmita Sen marriage: ৪৭-এও অবিবাহিতা, কেন এখনও পর্যন্ত বিয়ে করলেন না সুস্মিতা সেন ?

জীবনে এত সফল একজন মহিলা কেন সিঙ্গল মাদার হয়ে থেকে গেলেন ? কবে বিয়ে করবেন ? কারণ কালে কালে বেলা অনেক হয়ে গেল। এর উত্তরে সুস্মিতা জানিয়েছেন, মেয়েদের জন্য বিয়ে করছেন না তিনি। বিয়ে না করেই দুই মেয়ে দত্তক নিয়েছেন সুস্মিতা সেন। তাঁর দুই মেয়ের নাম রেনে সেন আর আলিসা সেন। জল্পনা ছড়িয়েছিল, মেয়ে দুটি সুস্মিতার নিজের। যদিও এব্যাপারে অভিনেত্রী কোনওদিন মুখ খোলেননি। সিঙ্গেল মাদার হিসেবে সুস্মিতার জীবন অনুপ্রাণিত করার মতো। দুই মেয়েকে নিয়ে দিব্যি কেটে যাচ্ছে তাঁর সময়। মেয়েদের সঙ্গে বন্ধুর মতো মেশেন। যেকোনও কাজে মেয়েদের অনুমতি নেন। মেয়েদের মুখের দিকে তাকিয়েই বিয়ে ইচ্ছা ছেড়েছেন তিনি।
Sushmita Sen marriage: ৪৭-এও অবিবাহিতা, কেন এখনও পর্যন্ত বিয়ে করলেন না সুস্মিতা সেন ?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুস্মিতা বলেছেন, ‘আমার মেয়েরা বাবাকে মিস করে না। আসলে ওদের কোনওদিন বাবা ছিল না। যেটা ছিল না সেটা মিস করবে কীভাবে ? আজ আমি যখন ওদের বিয়ের কথা বলি, তখন ওরা বলে, কেন ? কীজন্য বিয়ে করবে ? আমাদের বাবা লাগবে না। সুস্মিতা আরও জানান, আমি যখন বলি তোমাদের বাবা না দরকার হলেও আমার স্বামীর দরকার হতেই পারে। সেটা অবশ্য ওরা পাত্তা দেয় না। এটা নিয়ে মাঝে মাঝে আমরা খুব হাসাহাসি করি। আসলে ওদের কাছে আমার বাবা সব। তাঁকেই ওরা বাবার মতো দেখে’।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.