Chandrayan 3 live update: আজ চাঁদের দেশে কী ইতিহাস তৈরি হবে ? নাকি পালটানো হবে ল্যান্ডার বিক্রমের অবতরণের দিন ?

Chandrayan 3 live update: আজ চাঁদের দেশে কী ইতিহাস তৈরি হবে ? নাকি পালটানো হবে ল্যান্ডার বিক্রমের অবতরণের দিন ?
সদ্য অমাবশ্যা গিয়েছে। তাই আকাশে চাঁদের দেখা নেই। নীল গগণের ললাট খানি চন্দনে আঁকা নয়। এই অনন্ত ব্রহ্মান্ডের মাঝে পৃথিবীর উপগ্রহ চাঁদের রহস্য জানতে আর কয়েক মুহূর্তের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা নামার আগেই চাঁদের দেশে পা দেবে ভারতের চন্দ্রযান প্রকল্প ল্যান্ডার বিক্রম। সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে পারেন আপনিও। তার জন্য বিকেল ৫টা ২৭ মিনিট থেকে চোখ রাখতে হবে দূরদর্শনের পর্দায়। অথবা ISRO-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে দেখা যাবে চন্দ্রায়ণ। গতকাল ইসরোর তরফে সোশ্যাল সাইটে জানানো হয়েছে, মিশন অপারেশন কমপ্লেক্স পুরোপুরি সম্পূর্ণ। চাঁদের ধূসর দেশে পা রাখার জন্য ল্যান্ডার বিক্রম প্রস্তুত। এত কিছুর মধ্যেও একটা ‘কিন্তু’ আছে ? কী সেটা ?
Chandrayan 3 live update: আজ চাঁদের দেশে কী ইতিহাস তৈরি হবে ? নাকি পালটানো হবে ল্যান্ডার বিক্রমের অবতরণের দিন ?

Chandrayan 3 update

যদি ২৩ আগস্ট চন্দ্রযান-৩ ল্যান্ড করতে না পারে, তাহলে isro-এর আর একটি backup plan আছে। ২৩-এর বদলে ২৭ আগস্ট বিকেল ৫.৩০ থেকে ৬.৩০-এর মধ্যে অবতরণ হবে। এটা তখন হবে, যদি দেখা যায় পরিস্থিতি অনুকূল নয়। ইসরোর বিজ্ঞানীরা আজ অবতরণের ঠিক দু’ঘণ্টা আগে এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তাঁরা জানিয়েছেন, ল্যান্ডার বিক্রমের কাছে অত্যাধুনিক স্পেশাল ক্যামেরা ও যন্ত্রপাতি আছে নিরাপদে অবতরণের জন্য। যদি soft landing হয়। তাহলে চাঁদের মাটি ও পরিবেশ নিয়ে কাজ শুরু করে দেবে চন্দ্রযান-৩।
Chandrayan 3 live update: আজ চাঁদের দেশে কী ইতিহাস তৈরি হবে ? নাকি পালটানো হবে ল্যান্ডার বিক্রমের অবতরণের দিন ?

Chandrayan 3 status

পরিকল্পনা অনুযায়ী, আজ, ২৩ আগস্ট সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ চাঁদের মাটিতে অবতরণের প্রক্রিয়া শুরু করতে পারে চন্দ্রযান-৩। ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রভূমি স্পর্শ করতে পারে বিক্রম। পৃথিবী থেকে চাঁদের কক্ষপথে পৌঁছাতে ৪০ দিন সময় লেগেছে। সময় যত গড়াচ্ছে, ততই হৃদস্পন্দন বাড়ছে সবার। বিরল মুহূর্তের সাক্ষী থাকতে প্রস্তুত ভারত থেকে বিশ্বের তামাম বিজ্ঞানী। আজ ধীরে ধীরে গতি কমিয়ে চাঁদের আরও কাছে পৌঁছে যাবে বিক্রম। শেষ ২০ মিনিটে পালকের মতো হালকা ভাবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং হবে। তবে বিজ্ঞানীরা বলছেন, যদি আছড়েও পড়ে তাহলেও কোনও ক্ষতি হবে না চন্দ্রযানের। ২০১৯-এ চাঁদের উত্তর গোলার্ধে আছড়ে পড়েছিল চন্দ্রযান-২। তারপর সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল।
Chandrayan 3 live update: আজ চাঁদের দেশে কী ইতিহাস তৈরি হবে ? নাকি পালটানো হবে ল্যান্ডার বিক্রমের অবতরণের দিন ?

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে বিক্রমের ল্যান্ডার ও রোভার। স্থানটি দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে। ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ হবে। অবতরণের সময় বিক্রম যখন চাঁদের মাটি থেকে ৩০ কিলোমিটার উপরে থাকবে, তখন ল্যান্ডার পালকের মতো চাঁদের দিকে নেমে আসবে। এই পুরো প্রক্রিয়াতে সময় লাগবে ২০মিনিট।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.