Gadar 2: হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন সানি দেওল, গদর দেখে কী বলছেন পাকিস্তানের নাগরিকরা ?

গদর-২-এর জ্বরে কাঁপছে দেশ। গত ১১ আগস্ট মুক্তির পর থেকে ছবিটি ঘিরে উন্মাদনা ক্রমশ বেড়েই চলছে। ২২ বছর পর এসেছে সানি দেওল ও আমিশা প্যাটেলের সিনেমার সিক্যুয়েল। আগের বার দেখানো হয়েছিল স্ত্রী সাকিনাকে আনতে পাকিস্তান গিয়েছিলেন তারা সিং। এবার ছেলে জিতেকে আনতে পাকিস্তান গিয়েছেন বাবা তারা সিং। প্রথম ছবি ছিল দেশ ভাগের প্রেক্ষাপটে। আর এবারের প্রেক্ষাপট ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ। গদর-২ (Gadar 2) দেখানো হয়েছে একটি হাতুড়ি দিয়ে পাকিস্তানি সেনাদের পেটাচ্ছেন সানি দেওল। এই দৃশ্য দেখে কী বলছে সে দেশের নাগরিক ?

READ MORE:  বৈবাহিক ধর্ষণ দেখাল কার কাছে কই মনের কথা, ফের শুরু বিতর্ক  

ট্যুইটারে এই সংক্রান্ত একাধিক ভিডিও শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন ইউটিউবার গদর-এর ভিডিও দেখিয়ে পাক নাগরিকদের প্রশ্ন করছেন। আর তাতে জমিয়ে উত্তর দিয়েছেন তাঁরা। সেই সব উত্তর শুনে হেসে লুটোপাটি খাবেন আপনিও। একটি বাজারে ঘুরে ঘুরে প্রশ্ন করেছেন ওই ইউটিউবার। একজন বলছেন, ‘সানি দেওলকে মারা উচিত। কিন্তু সেই সাহস দেখাবে কে’ ? আর একজন বলেছেন, ‘সানি দেওলকে পাকিস্তানে নিয়ে আসুন। দুধের লাইনে দাঁড় করাও, জলের গ্যালন ওঠাও, ২০০ টাকা কেজি আটা কেনাও, ১৫০ টাকা কেজি চিনি কেনাও, তাহলেই সিধে হয়ে যাবে’। আর একজন বিক্রেতা বলেছেন, ‘মেক আপ নিয়ে সিক্সপ্যাক বানিয়েছে। সিনেমা করার টাকা পেয়েছে। এখানে একবার আসুক না। দেখিয়ে দেব। পাকিস্তানের বাচ্চারাও অনেক সাহসী’। সানির হ্যান্ড প্যাম্প তোলার দৃশ্য নিয়ে একজন বলেছেন, ‘পাকিস্তানে এসে জলের গ্যালন তুলুন। তখন বুঝব কেমন ক্ষমতা’।

পাক নাগরিকদের মন্তব্য নিয়ে রেগে যাওয়া দূর। বরং বেশ মজা করে নিল এদেশের নাগরিক। কমেন্টে খিল্লির পাহাড় জমল। বরাবরই দুই দেশের সম্পর্কের উত্তাপ ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। একে অপরকে টার্গেট করে নানা ধরণের কমেন্ট চলতে থাকে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.