Amitabh Bachchan invite Mamata Banerjee: জলসাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন অমিতাভ-জয়া বচ্চন, কারণ কী ?
আগামী ৩০শে আগস্ট, বুধবার INDIA জোটের বৈঠকে জোট দিতে মুম্বাই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শারদ পাওয়ারের সঙ্গে ৩১ তারিখ হবে চা-চক্র। রাজনৈতিক ব্যস্ততার মাঝে অমিতাভ বচ্চনের বাড়ি জলসাতে একবার যাবেন মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে আমন্ত্রণ (invite) জানিয়েছেন জলসা বাড়ির কত্তা-গিন্নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বরাবর ধন্যি মেয়ে জয়া ও বাংলার জামাই অমিতাভ বচ্চনের সম্পর্ক ভালো। একাধিকবার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসেছেন দুজনে। মঞ্চ আলো করে বসেছেন। গত বছরের চলচ্চিত্র উৎসবে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতো গেল একটা দিক। কলকাতা নিয়ে আবেগের অন্ত নেই বিগবি’র। এই তিলোত্তমা থেকেই তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন। প্রথম চাকরি এখানে, প্রথম প্রেম এই শহরেই ঘটেছিল। তাই মুখ্যমন্ত্রীর ডাক ফেলতে পারেন না তিনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে মুম্বাই থেকে ছুটে এসেছিলেন জয়া বচ্চন। যদিও বিরোধীরা সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে টাকা নিয়ে প্রচারের অভিযোগ তুলেছিল। তবে রাজনীতির বাইরেও জয়া বচ্চনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা অনেক দিনের। শোনা গিয়েছে, ৩০ এবং ৩১ তারিখের মধ্যে সময় বের করে বচ্চন পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী। কারণ মুম্বাই থেকে ফোন করে তাঁকে নিমন্ত্রণ করেছেন জয়া ও অমিতাভ বচ্চন। সেই নিমন্ত্রণ রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ যাবেন কিনা সেটাই দেখার।
No comments:
please do not enter any spam link in the comment box