Lost actress: অক্ষয় কুমারের খারাপ ব্যবহারের জন্য ছেড়ে দেন বলিউড, কোথায় হারিয়ে গেলেন ‘সৌগন্ধ’ ছবির নায়িকা
সিনেমার নায়িকা মানের সুন্দরী হতে হবে, এটা তো বাধ্যতামূলক। তবে ফর্সা হতেই হবে এর কোনও মানে নেই। কিন্তু বদ্ধমূল ধারণা থেকে সিনেমার ১০০ বছর পরেও বের হতে পারেনি ইন্ডাস্ট্রি। সিনেমার নায়িকা মানের ফর্সা ও সুন্দরী। এর বাইরে অন্য কিছু কেউ ভাবতে পারে না। আর যদি অন্যকিছু হয়, তাহলে জোটে কটাক্ষ। যেমনটা ঘটেছিল অভিনেত্রী শান্তিপ্রিয়ার (Shantipriya) সঙ্গে। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার তাঁর রূপ নিয়ে কটুকথা শুনিয়ে ছিলেন। সেই ঘটনা মন থাকতে মানতে পারেননি। ধীরে ধীরে হারিয়ে যান শান্তিপ্রিয়া (Lost actress) । এখন কোথায় আছেন ? কী করছেন ? জানব সেই কথা।
এক সাক্ষাৎকারের অভিনেত্রী শান্তিপ্রিয়া দাবি করেন, ‘এক্কে পে এক্কা’ ছবির শ্যুটিংয়ের সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনি। অক্ষয় কুমার সবার সামনে তাঁর গায়ের রং নিয়ে মজা করেছিলেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন শান্তিপ্রিয়া। অবসাদে চলে গিয়েছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, ইক্কে পে ইক্কা ছবির একটি ক্ল্যাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং চলছিল। সিনেমাতে আমার চরিত্রটা গ্লামার গার্লের ছিল। তাই আমি ছোট পোশাক পরেছিলাম। আমার হাঁটু সামান্য বেরিয়ে ছিল। এই নিয়ে মজা শুরু। সমানে সবার সামনে আমার হাঁটুর রং নিয়ে ঠাট্টা করতে লাগেন অক্ষয় কুমার।
তিনি আরও জানান, ‘অক্ষয় কুমার হঠাৎ আমাকে বলেন শান্তি তোমার হাঁটুতে কী চোট লেগেছে ? আমি অবাক হয়ে খুঁজতে থাকি। আমি বলি, কই না তো। কিছু হয়নি তো। অক্ষয় তখন বলেন, মনে হল চোট লেগে রক্ত জমাট বেঁধে গিয়ে কালো হয়ে গিয়েছে। আসলে তোমার হাঁটু এত কালো যে মনে হল রক্ত জমাট বেঁধেছে’। এই মন্তব্যের জন্য ক্ষমা চাননি অক্ষয় কুমার।
Shantipriya career
১৯৬৯ সালের ২২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশে জন্মান শান্তিপ্রিয়া। তাঁর দিদি ভানুপ্রিয়াও একজন অভিনেত্রী। মাত্র ১৮ বছর বয়সে তামিল ছবিতে ‘এঙ্গা ওরু পাটুকরণ’কে প্রথম অভিনয় শান্তিপ্রিয়ার। বলিউডে পা রাখার আগে তামিল, তেলেগু ও কন্নড় ভাষার ২৪টি ছবিতে অভিনয় করেন। দক্ষিণী ছবির অন্যতম বড় অভিনেত্রী ছিলেন শান্তিপ্রিয়া। এরপর অক্ষয় কুমারের সঙ্গে ‘সৌগন্ধ’ ছবি দিয়ে বলিউডে প্রবেশ করেন শান্তিপ্রিয়া। পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। যেমন ‘মেরে সাজন সাথ নিভানা’, ‘ফুল ওউর অঙ্গার’, ‘মেহেরবান’ ইত্যাদি। এরমধ্যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘ফুল ওউর অঙ্গার’ ছিল সুপার ডুপার হিট। অক্ষয় কুমারের সঙ্গে আরও একটি ছবি করেন ‘এক্কে পে এক্কা’।এক সাক্ষাৎকারের অভিনেত্রী শান্তিপ্রিয়া দাবি করেন, ‘এক্কে পে এক্কা’ ছবির শ্যুটিংয়ের সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনি। অক্ষয় কুমার সবার সামনে তাঁর গায়ের রং নিয়ে মজা করেছিলেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন শান্তিপ্রিয়া। অবসাদে চলে গিয়েছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, ইক্কে পে ইক্কা ছবির একটি ক্ল্যাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং চলছিল। সিনেমাতে আমার চরিত্রটা গ্লামার গার্লের ছিল। তাই আমি ছোট পোশাক পরেছিলাম। আমার হাঁটু সামান্য বেরিয়ে ছিল। এই নিয়ে মজা শুরু। সমানে সবার সামনে আমার হাঁটুর রং নিয়ে ঠাট্টা করতে লাগেন অক্ষয় কুমার।
তিনি আরও জানান, ‘অক্ষয় কুমার হঠাৎ আমাকে বলেন শান্তি তোমার হাঁটুতে কী চোট লেগেছে ? আমি অবাক হয়ে খুঁজতে থাকি। আমি বলি, কই না তো। কিছু হয়নি তো। অক্ষয় তখন বলেন, মনে হল চোট লেগে রক্ত জমাট বেঁধে গিয়ে কালো হয়ে গিয়েছে। আসলে তোমার হাঁটু এত কালো যে মনে হল রক্ত জমাট বেঁধেছে’। এই মন্তব্যের জন্য ক্ষমা চাননি অক্ষয় কুমার।
No comments:
please do not enter any spam link in the comment box