Bollywood actor Rohit Roy controversies: এক অভিনেত্রীর শ্লীলতাহানি করেন, বিতর্কে জড়িয়ে ডুবে গেল বাঙালি অভিনেতার কেরিয়ার
‘স্বাভিমান’ সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল কেরিয়ার। দ্রুত জনপ্রিয়তার শিখরে ওঠেন। তারপর একাধিক সিরিয়ালে অভিনয়। দ্রুত টিভির জগতের পরিচিত মুখ হয়ে গিয়েছিলেন রোহিত রায়। তবে শুধু সিরিয়ালেই কেরিয়ার সীমাবদ্ধ থাকেনি। একাধিক হিন্দি ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। বাংলা ছবিতেও দেখা গিয়েছিল। তাঁর আরও একটি পরিচয় হল তিনি জনপ্রিয় বলিউড অভিনেতা রণিত রায়ের ভাই। রোহিতের ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। এমনকি তাঁর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগও (controversies) ওঠে। এইসব কারণে ডুবে গিয়েছে রোহিতের কেরিয়ার। কিছুদিন আগেই বাংলা ছবি চেঙ্গিস-এ অভিনয় করেন।
১৯৯৯ সালে শরমন জোশীর বোন মানসী জোশীকে বিয়ে করেন রোহিত। এরপর রোহিত অভিনয়ের পাশাপাশি পরিচালনা শুরু করেন। ‘দশ কাহানিয়া’ ছবিতে ‘রাইস প্লেট’ নামের শর্ট ফিল্ম ছিল তাঁর প্রথম পরিচালিত ছবি। একইসঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছিলেন। নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও খুলেছিলেন। এইসময় থেকে তাঁর বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ উঠতে থাকে। প্রথমে তিনি বলি অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে বিতর্কে জড়ান। সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানা যায়। অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল বলে জানা যায়। যদিও সেই দাবি অভিনেতা অস্বীকার করেন।
এখানেই শেষ নয়। অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। ‘আলিবাগ’ ছবিতে একসঙ্গে অভিনয় করছিলেন রোহিত ও দিয়া। শ্যুটিংয়ের সময় দিয়াকে নাকি অশালীনভাবে স্পর্শ করেছিলেন রোহিত। অভিযোগ আরও ওঠে। এক উঠতি অভিনেত্রী রোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেন রোহিত। তাঁর পাল্টা দাবি ছিল, আমার নিজের মেয়ে আছে। আমি এমনটা করতেই পারি না। এইসব বিতর্কে জড়িয়ে রোহিতের কেরিয়ার ধীরে ধীরে নীচে নামতেই থাকে।
কেন হারিয়ে গেলেন রোহিত রায় ?
১৯৬৯ সালের ৫ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে এক বাঙালি পরিবারে জন্ম। বাবা ছিলেন ধনী ব্যবসায়ী ব্রতীন্দ্রনাথ রায় এবং মা ডলি বসু রায়। স্টেন্ট জেভিয়ারস কলেজ থেকে পাশ করার পর অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। প্রথম ছবি ছিল ‘গীত গাতা চল’। কিন্তু ছবিটি রিলিজ হয়নি। ১৯৯৪ সালের ‘জাজবাত’ ছিল তাঁর প্রথম রিলিজ ছবি। সিনেমাতে তেমন কেরিয়ার করতে না পেরে ধারাবাহিকে পা রাখেন। প্রথম ধারাবাহিক ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’। ১৯৯৭ সালে ‘অচেনা অতিথি’ ছিল তাঁর প্রথম বাংলা ছবি।১৯৯৯ সালে শরমন জোশীর বোন মানসী জোশীকে বিয়ে করেন রোহিত। এরপর রোহিত অভিনয়ের পাশাপাশি পরিচালনা শুরু করেন। ‘দশ কাহানিয়া’ ছবিতে ‘রাইস প্লেট’ নামের শর্ট ফিল্ম ছিল তাঁর প্রথম পরিচালিত ছবি। একইসঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছিলেন। নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও খুলেছিলেন। এইসময় থেকে তাঁর বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ উঠতে থাকে। প্রথমে তিনি বলি অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে বিতর্কে জড়ান। সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানা যায়। অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল বলে জানা যায়। যদিও সেই দাবি অভিনেতা অস্বীকার করেন।
এখানেই শেষ নয়। অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। ‘আলিবাগ’ ছবিতে একসঙ্গে অভিনয় করছিলেন রোহিত ও দিয়া। শ্যুটিংয়ের সময় দিয়াকে নাকি অশালীনভাবে স্পর্শ করেছিলেন রোহিত। অভিযোগ আরও ওঠে। এক উঠতি অভিনেত্রী রোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেন রোহিত। তাঁর পাল্টা দাবি ছিল, আমার নিজের মেয়ে আছে। আমি এমনটা করতেই পারি না। এইসব বিতর্কে জড়িয়ে রোহিতের কেরিয়ার ধীরে ধীরে নীচে নামতেই থাকে।
No comments:
please do not enter any spam link in the comment box