‘মিঠাই’ সিরিয়াল শেষ হতে না হতেই সরাসরি সিনেমাতে সৌমিতৃষা কুণ্ডু। দেবের বিপরীতে ‘প্রধান’ ছবির নায়িকা তিনি। তবে কীভাবে তিনি নায়িকা নির্বাচিত হলেন তা নিয়ে নানা ধরণের মন্তব্য শোনা গিয়েছে। কেউ কেউ বলছেন, দেবকে তেল দিয়ে নায়িকা হয়েছেন মিঠাইরানি। এই নিয়ে বিতর্কের মাঝেই দেব নিজে মুখ খুলে জানান, সৌমিতৃষা ছাড়া অন্য কাউকে এই চরিত্রে মানত না। তাই তাঁকে সিলেক্ট করা হয়েছে। অন্যদিকে, সৌমিতৃষা জানিয়েছেন, প্রযোজক অতূন রায়চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা চলছিল। সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য সময় বের করতে পারেননি। এখন তাঁকে নিজে সিনেমার প্রস্তাব দিয়েছেন প্রযোজক। সে প্রস্তাব তিনি ফেরাতে পারেননি।
এর মধ্যে মিঠাই ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল সাইটে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেব ও রুক্মিনীর একটি সাক্ষাৎকারের কিছু অংশ শোনা গিয়েছে। দু’জনের মুখে সৌমিতৃষার প্রশংসা। দেব জানিয়েছেন, সৌমিতৃষার চোখ দেখে তাঁকে পচ্ছন্দ করেন মিঠাইয়ের জন্য। পাশ থেকে রুক্মিনী বলে ওঠেন, তিনিও সৌমিতৃষাকে খুব পচ্ছন্দ করেন। তিনি প্রথম ‘বাঘাযতীন’ ছবির জন্য তাঁকে বেছে ছিলেন। কিন্তু বিশেষ কারণে সিনেমা থেকে বাদ পড়েন।
রুক্মিনী জানান, ‘প্রধান-এর আগে বাঘাযতীন সিনেমার জন্য সৌমিতৃষাকে প্রথম বাছাই করেছিলেন। মেয়েটিকে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু মিঠাই-এর ডেট বাড়িয়ে দেওয়ায় আর তাঁকে নেওয়া যায়নি। এরপর দেবের প্রোডাকশন হাউস প্রধান-এর জন্য সিলেক্ট করে’। এরপর দেব বলেন, ‘আসলে তখন মিঠাই শেষ হওয়ার কথা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত ডেট বাড়িয়ে দেওয়া হয়। আসলে ‘প্রজাপতি’ সিনেমার শ্যুটিংয়ের সময় বুঝেছিলাম সিরিয়ালের শিল্পীদের নিয়ে কাজ করলে কিছু ডেট নিয়ে সমস্যা থাকে’। এরপর সৌমিতৃষার প্রশংসা শোনা যায় রুক্মিনীর গলায়। তিনি বলেন, ‘খুব মিষ্টি মেয়ে। খুব মিশুকে। আমরা যখন আড্ডা দিই, কত যে কথা বলি। খুব ভালো লাগে আমার’। পাশ থেকে দেব বলে ওঠেন, হ্যাঁ, প্রচুর কথা বলে।


No comments:
please do not enter any spam link in the comment box