Chief minister Mamata Banerjee on mega serial: রোজ রাতে নিয়ম করে সব সিরিয়াল দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পচ্ছন্দের সিরিয়াল কোনটি ?
ওটিটি বা ওয়েব সিরিজের জামানায় সিরিয়ালের রমরমা বিন্দুমাত্র কমেনি। বরং আগের থেকে সিরিয়ালের সংখ্যা অনেক বেড়েছে। সন্ধ্যা হলেই মা-মাসিরা টিভির সামনে চোখ রাখেন। সেই তালিকায় আছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সারাদিন রাজ্যের কাজে ব্যস্ত থাকেন। রাতে বাড়ি ফেরার পর চোখ রাখেন টিভিতে। তবে খবরের চ্যানেলের ঝগড়াতে নয়, তিনি দেখেন বাংলা সিরিয়াল। বলতে গেলে বাংলা সিরিয়াল দেখার পোকা তিনি। অনেক রাত পর্যন্ত জেগে প্রায় প্রতিটি সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখে নেন। মুখ্যমন্ত্রীর সিরিয়াল প্রীতির গল্প আগেই জানা গিয়েছিল। তবে কোন সিরিয়ালে কী গল্প চলছে, কী হলে ভালো হয়, তার পরামর্শ সদ্য টেলিসিনে পুরস্কারে বলে দিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এত কুটকাচালি ভালো লাগে না। নায়ক-নায়িকার চারবার বিয়ে দেখতেও তিনি পচ্ছন্দ করেন না। তাই গল্পে বদল আনার পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়া মুখ্যমন্ত্রীর পচ্ছন্দের সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। সেখানে দুই বাচ্চা মেয়ে সোনা ও রূপার অভিনয়ের প্রশংসা করেছেন তিনি। এছাড়া, নিম ফুলের মধুতে পর্ণার কেরামতি, অনুরাগের ছোঁয়াতে সূর্য ও দীপার ভুল বোঝাবুঝি বা জগদ্ধাত্রীর মারকাটারি অ্যাকশন সব তিনি নিয়ম করে দেখেন। বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আপনাদের তো আছে একজনের চারবার বিয়ে, কুটকাচালি, নেগেটিভ চরিত্র, পজেটিভকে নেগেটিভ করে দেওয়া। আবার কেউ সিরিয়াল ছেড়ে চলে গেলে তাঁকে মেরে ফেলা-এসব আমি দেখলেই বুঝতে পারি’।
এরপর মুখ্যমন্ত্রী সিরিয়ালের ক্রিয়েটিভ টিমকে পরামর্শ দিয়ে বলেন, ‘যেহেতু খারাপ জিনিস মানুষ বেশি তাড়াতাড়ি গ্রহণ করে, তাই কোনও নেগেটিভিটি দেখানোর আগে শাস্তির বিষয়টিও দেখান। তাহলে মানুষ জানতে পারবে। প্রশাসনও সতর্ক থাকবে। আর আমরাও আপনাদের কাছ থেকে শিখে কাজ করতে পারব’।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
সম্প্রতি টেলি অ্যাকাডেমি পুরস্কার দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে নিম ফুলের মধু, হরগৌরী প্রাইস হোটেল থেকে জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া ইত্যাদি প্রায় সব সিরিয়ালের নাম তিনি মুখস্থের মতো বলে যান। শুধু এইটুকু নয়, কোন সিরিয়ালে এখন গল্পের কী প্লট চলছে, সে সম্পর্কেও ওয়াকিবহাল তিনি। ইদানিং বাংলা সিরিয়ালের বিষয়বস্তু মোটামুটি সব চ্যানেলে এক রকম। এইনিয়ে দর্শকের মধ্যে ক্ষোভ আছে। সেই ক্ষোভ মুখ্যমন্ত্রীর মধ্যেও দেখা গেল। একজনের বারবার বিয়ে, কুটকাচালি, পরকীয়া ইত্যাদি ঘুরিয়ে ফিরিয়ে সব চ্যানেলে চলে। তবে এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের প্রশংসা করেন। আবার ‘রামপ্রসাদ’ রূপী সব্যসাচী চৌধুরীর তিনি বড় ভক্ত, সে কথা জানাতে ভোলেননি।এছাড়া মুখ্যমন্ত্রীর পচ্ছন্দের সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। সেখানে দুই বাচ্চা মেয়ে সোনা ও রূপার অভিনয়ের প্রশংসা করেছেন তিনি। এছাড়া, নিম ফুলের মধুতে পর্ণার কেরামতি, অনুরাগের ছোঁয়াতে সূর্য ও দীপার ভুল বোঝাবুঝি বা জগদ্ধাত্রীর মারকাটারি অ্যাকশন সব তিনি নিয়ম করে দেখেন। বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আপনাদের তো আছে একজনের চারবার বিয়ে, কুটকাচালি, নেগেটিভ চরিত্র, পজেটিভকে নেগেটিভ করে দেওয়া। আবার কেউ সিরিয়াল ছেড়ে চলে গেলে তাঁকে মেরে ফেলা-এসব আমি দেখলেই বুঝতে পারি’।
এরপর মুখ্যমন্ত্রী সিরিয়ালের ক্রিয়েটিভ টিমকে পরামর্শ দিয়ে বলেন, ‘যেহেতু খারাপ জিনিস মানুষ বেশি তাড়াতাড়ি গ্রহণ করে, তাই কোনও নেগেটিভিটি দেখানোর আগে শাস্তির বিষয়টিও দেখান। তাহলে মানুষ জানতে পারবে। প্রশাসনও সতর্ক থাকবে। আর আমরাও আপনাদের কাছ থেকে শিখে কাজ করতে পারব’।




No comments:
please do not enter any spam link in the comment box