Puja Banerjee secret life: ১৫ বছর বয়সে প্রেমের টানে বাড়ি থেকে পালান, বিয়ের আগেই গর্ভবতী, জানুন এই বাঙালি অভিনেত্রীর কথা
বাংলা সিনেমা দিয়ে শুরু হয়েছিল। তারপর বলিউডে পাড়ি। দেব কা দেব মহাদেব-এর মতো সিরিয়ালে পার্বতীর ভূমিকায় দাপিয়ে অভিনয় করে সর্ব ভারতীয় পরিচিতি পান। এতক্ষণে নিশ্চয় ধরে ফেলেছেন, কার কথা বলছি। ইনি পূজা বন্দ্যোপাধ্যায়। দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ-২’ ছবিতে প্রথম অভিনয়। তারপর হিন্দিতে একাধিক ভক্তিমূলক সিরিয়ালে অভিনয় করে সবার নজর কেড়েছেন। কিন্তু জানেন কী ? পূজা বন্দ্যোপাধ্যায়ের জীবন কোনও সিনেমার থেকে কম কিছু নয়। খুব ছোট বয়সে প্রেমের টানে বাড়ি ছেড়ে ছিলেন। তারপর বিয়ের আগে মা হয়ে যান। এখন ডান্স বাংলা ডান্সে তাঁকে প্রতি সপ্তাহে দেখছে দর্শক। সেই পূজা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অজানা কাহিনী এই প্রতিবেদনে।
২০২০ সালে করোনা আবহের মধ্যেই আইনি বিয়ে সেড়ে নেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল। মিডিয়াকে জানিয়েছিলেন, অতিমারী কাটলে তাঁরা সামাজিকভাবে বিয়ে করবেন। সেই মতো ২০২১ সালে শেষে গোয়ায় বসেছিল বিয়ের আসর। লাল বেণারসি পরে বাঙালি কনের মতো বিয়ে করেন পূজা।
Puja Banerjee husband
পূজা জীবনের সবথেকে বড় ভুল করেছিলেন মাত্র ১৫ বছর বয়সে বিয়ে করে। প্রেমের টানে এতটাই পাগল হয়েছিলেন যে প্রেমিক অরণয় চক্রবর্তীর সঙ্গে মুম্বাই পাড়ি দিয়েছিলেন। বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। স্কুলে পড়ার সময় এই প্রেম শুরু হয়। অল্প বয়সে যা হয়। প্রেমে অন্ধ হয়ে বাড়ি থেকে পালান। কিন্তু কিছু দিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পারেন। ২০১৩ সালে বিচ্ছেদের পর নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অভিনয় করতে শুরু করেন হিন্দি ধারাবাহিকে। ‘তুঝ সংগ প্রীত লাগায় সাজনা’ সিরিয়ালের সহ অভিনেতা কুণাল বর্মার সঙ্গে আলাপ হয়। আলাপ ক্রমশ বন্ধুত্বে পরিণত হয়। সেখান থেকে প্রেম। তবে তাঁরা দুজনে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেননি।২০২০ সালে করোনা আবহের মধ্যেই আইনি বিয়ে সেড়ে নেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল। মিডিয়াকে জানিয়েছিলেন, অতিমারী কাটলে তাঁরা সামাজিকভাবে বিয়ে করবেন। সেই মতো ২০২১ সালে শেষে গোয়ায় বসেছিল বিয়ের আসর। লাল বেণারসি পরে বাঙালি কনের মতো বিয়ে করেন পূজা।
No comments:
please do not enter any spam link in the comment box