Famous singer Shreya Ghosal: জাতীয় স্তরে অনন্য নজির গড়ে লতা মঙ্গেশকরকে পিছনে ফেললেন শ্রেয়া ঘোষাল, গর্বিত বাংলা
বাঙালি কন্যা শ্রেয়া ঘোষাল (Famous singer Shreya Ghosal) । শুধু বাংলার গর্ব নয়, সারা দেশের অহংকার তিনি। তাঁর ভক্ত শুধু দেশে নয়, ছড়িয়ে আছে বিদেশেও। মিষ্টি গলার অধিকারিনী শ্রেয়ার ভক্ত আট থেকে আশি সকলেই। শুক্রবার ঘোষণা হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (national awards)। আর এবারও সেরা গায়িকার পুরস্কার পাচ্ছেন শ্রেয়া। আর এই পুরস্কারের মাধ্যমে অনন্য নজির গড়লেন তিনি। তৈরি হল নতুন রেকর্ড।
কী সেই রেকর্ড ?
শুক্রবার এই নিয়ে পঞ্চমবার জাতীয় পুরস্কার জিতলেন শ্রেয়া। জাতীয় পুরস্কারের জুরির তরফে জানানো হয়েছে তামিল ছবি ‘ইরাভিন নিঝহল’ এর ‘মায়াব ছায়াভ’ গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল। বিজয়ী হিসেবে গায়িকার নাম ঘোষণার পর থেকেই সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করে। সোশ্যাল মিডিয়ার পাতা শুভেচ্ছা বার্তায় ভরে যায়।২০০০১ সালে ‘দেবদাস’ ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পান শ্রেয়া। আর প্রথম গানেই জাতীয় পুরস্কার। দেবদাস-এর ‘বয়েরি প্রিয়া’ গানের জন্য মনোনীত হন। এরপর ‘পহেলি’ সিনেমার ‘ধীরে জ্বলনা’ এবং ‘জব উই মেট’ সিনেমার ‘ইয়ে ইশক হ্যায়’ হানের জন্য পুরস্কার পান। ২০১০ সালে ফের দুটি গানের জন্য জাতীয় পুরস্কার পান তিনি। বাংলা সিনেমা ‘অন্তহীন’-এর ফেরারি মন এবং মারাঠি ছবি ‘জোগভা’তে গান তাঁকে জাতীয় স্তরে সম্মানিত করে।
এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে ১৩ বছর। এই এতগুলি বছরে আর কোনও পুরস্কার তিনি পাননি। অবশেষে দেড় দশকের খড়া কাটল। পঞ্চম বারের জন্য জাতীয় পুরস্কার জিতে নজির গড়লেন তিনি। গায়িকা হিসেবে সবথেকে বেশি জাতীয় পুরস্কার জেতার রেকর্ডে শ্রেয়া এখন দ্বিতীয় স্থানে। তবে লতা মঙ্গেশকর (৩ বার), আশা ভোঁসলে (২ বার), অলকা ইয়াগ্নিক (২ বার) দের মতো গায়িকাদের পিছনে ফেলে দিয়েছেন তিনি। গায়িকা হিসেবে এটা যে শ্রেয়ার বিরাট প্রাপ্তি, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
No comments:
please do not enter any spam link in the comment box