Sunny Deol: ১ কোটি ৭৭ লক্ষ টাকা মেরে দিয়েছেন সানি দেওল, ২৭ বছর ধরে আদালতে ঘুরছেন পরিচালক

Sunny Deol: ১ কোটি ৭৭ লক্ষ টাকা মেরে দিয়েছেন সানি দেওল, ২৭ বছর ধরে আদালতে ঘুরছেন পরিচালক
বিরাট সফল গদর-২। আপাতত সানি দেওল অর্থাৎ তারা সিংয়ে মজে তাঁর অনুগামীরা। কিছুদিন আগেই ব্যাংকে ঋণ খেলাপের কথা উঠেছিল বিজেপি সাংসদ সানির বিরুদ্ধে। যদিও কোনও এক অদৃশ্য কারণে পরদিন সেই নোটিস ফেরত নিয়ে নেয় সংশ্লিষ্ট ব্যাংক। এবার অভিযোগ আরও গুরুতর। গদরের অভিনেতার বিরুদ্ধে ১ কোটি ৭৭ লক্ষ টাকা মেরে দেওয়ার দাবি করেছেন পরিচালক-প্রযোজক সুনীল দর্শন। তিনি অভিযোগ করেছেন, সানি দেওল তাঁর কাছ থেকে ১ কোটি ৭৭ লক্ষ ২৬ হাজার টাকা নিয়েছিলেন। আজ পর্যন্ত ফেরত দেননি।

কী বলেছেন সুনীল দর্শন ?

‘জানোয়ার’, ‘মেলা’, ‘এক রিস্তা’ ইত্যাদি সিনেমার ডিরেক্টর ও প্রোডিউসার সুনীল দর্শন অভিযোগ করেছেন, ১৯৯৬ সালে সানি দেওল ওই টাকা নিয়েছিলেন। তারপর ২৭ বছর ধরে ঘোরাচ্ছেন। একটি টাকাও ফেরত দেননি। ১৯৯৬ সালে সুনীল দর্শন প্রযোজিত ও পরিচালিত ‘অজয়’ ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল। এই সিনেমার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিতে চান সানি। কারণ তখন তিনি একটি আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন কোম্পানি খুলতে চান। তাই সানিকে সাহায্য করেন সুনীল দর্শন। তিনি তাঁকে ১ কোটি ৭৭ লক্ষ ২৬ হাজার টাকার একটি চেক দেন, সেই সঙ্গে সিনেমার কাগজপত্র। সানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, লন্ডন থেকে টাকা এলে তিনি ফিরিয়ে দেবেন।
Sunny Deol: ১ কোটি ৭৭ লক্ষ টাকা মেরে দিয়েছেন সানি দেওল, ২৭ বছর ধরে আদালতে ঘুরছেন পরিচালক

সেই টাকা আজ পর্যন্ত ফেরত দেননি সানি। তখন ফোনে টাকা ফেরত চাইলে অভিনেতা বলেছিলেন, বড়দিনের ছুটিতে ব্যাংক বন্ধ। ব্যাংক খুললে টাকা ফেরত দেবেন। কিন্তু প্রতিশ্রুতি রাখেননি সানি। তাঁর লোকজন এসে ছবির প্রিন্ট নিয়ে গিয়েছিল। টাকা ফেরত আসেনি বলে সুনীল দর্শনের অভিযোগ। টাকা দেবেন বলে কখনও দিল্লি, কখনও জয়পুর বা হায়দ্রাবাদে ডেকেছেন। সবটাই মিথ্যা ছিল বলে অভিযোগ। টাকা চাইলে বারবার ব্যক্তিগত সমস্যার কথা বলেছেন সানি দেওল।

পুরো বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। আদালতে সানি জানিয়েছেন, ওই টাকা ফেরত দেওয়ার মতো টাকা তাঁর কাছে নেই। বদলে ছবিতে কাজ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে ডেট নেই বলে এড়িয়ে গিয়েছেন। সুনীল দর্শনের অভিযোগ, আসলে সানি টাকা ফেরত দিতেই চান না। ২৭ বছর ধরে আদালতের চক্কর কাটছি। আমার দেশের আইনের উপর ভরসা আছে। আজ না হোক কাল টাকা আমি ফেরত পাব।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.