আম -ছালা দুই গেল। টলিউডের অন্যতম অভিনেত্রী নুসরাত জাহানের সামনে এখন ঘোর বিপদ। প্রতারণা করে বালিগঞ্জে ফ্ল্যাট কেনার অভিযোগ নিয়ে ফাঁপরে পড়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আর হয়ত দল টিকিট দেবে না। ফ্ল্যাট কাণ্ড বেশ কিছুটা পিছিয়ে দিয়েছে নুসরাতকে। নিজে অভিযোগ অস্বীকার করলেও তৃণমূল দল আপাতত তাঁর পিছনে দাঁড়াচ্ছে না। আইন আইনের পথে চলবে। জানিয়ে দিয়েছে নেতৃত্ব। নতুন করে পরিস্থিতি না বদলালে বসিরহাট কেন্দ্রের জন্য অন্য মুখ খুঁজবে দল। এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শীর্ষ নেতৃত্ব। বসিরহাট কেন্দ্রে ৪৯ শতাংশ মুসলিম ভোটার হলেও ২০১৯-এর নির্বাচনে হিন্দুদেরও ভোট পেয়েছিলেন অভিনেত্রী নুসরাত। বিতর্কে জড়িয়ে
prestige এবং
position দুই গেল। তবে নুসরাত জাহানের বিরুদ্ধে বিতর্ক (
Controversies) এই প্রথম নয়।
পার্কস্ট্রিট কাণ্ড
অভিনেত্রী হিসেবে তখনও তেমন নাম করতে পারেননি নুসরাত। তার আগেই ২০১২ সালে জড়িয়েছিলেন বিতর্কে। পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খানের গার্লফ্রেন্ড ছিলেন অভিনেত্রী। শুধু এইটুকু নয়, অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন নুসরাত। এমনই অভিযোগ ওঠে। অবশ্য অভিনেত্রী যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। এমনকি কাদের খানের সঙ্গে সম্পর্কের কথাও স্বীকার করেননি।
নিখিল জৈনকে বিয়ে
কাদের খানের পর বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। ধুমধাম করে বিয়ে করেন। বিদেশে হয়েছিল ডেস্টিনেশন ওয়েডিং। কলকাতায় হয় রিসেপশন। রাজকীয় সেই অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরাত মুসলিম হয়ে কোনও ধর্ম পরিবর্তন করেননি। উল্টে রথযাত্রা থেকে দশমীর সিঁদুর খেলা সব জায়গায় শাখা সিঁদুর পরে হাজির হতেন। যা নিয়ে কম বিতর্ক হয়নি।
যশের সঙ্গে সম্পর্ক
২০১৯ সালে নিখিল ও নুসরাতের বিয়ে হয়। ২০২১ সালে নুসরাত জানান, নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। তিনি লিভ ইনে ছিলেন। ওটা বিয়ে ছিল না। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে রেজিস্টার হয়নি। নিখিলের সঙ্গে বিবাহিত থাকাকালীন অভিনেতা যশের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁরা একসঙ্গে রাজস্থান বেড়াতে গিয়েছিলেন। তাঁদের দুজনের সেই রোমান্টিক ছবি প্রকাশ্যে এসে গিয়েছিল। এখন যশের সঙ্গে থাকেন তিনি। কিছুদিন আগে মা হয়েছেন। তবে সেই সন্তানের বাবা কে ? তা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছিল। অবশেষে অভিনেত্রী তাঁর ছেলের বাবা হিসেবে যশের নাম ঘোষণা করেন।
No comments:
please do not enter any spam link in the comment box