Pallavi Sharma biography: ছোটবেলায় বাবা-মা মারা যান, কেউ দেখার ছিল না, ‘নিম ফুলের মধু’-এর পর্ণার জীবন সিনেমাকে হার মানাবে
প্রথমে ‘কে আপন কে পর’-এর জবা, তারপর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পর্ণা। দুটি চরিত্র দর্শক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ অন্যতম হিট সিরিয়াল। আর এর পিছনে যার অবদান বেশি সেই পল্লবী শর্মা চরিত্র দুটিকে জীবন্ত করে তুলেছেন। পল্লবীর জীবনও কোনও সিরিয়ালের থেকে কম কিছু নয়। জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি এই জায়গায় এসেছেন। আজকের প্রতিবেদনে পল্লবীর জীবনের কথা (biography)।
পিসি অভিনয় দুনিয়ার মানুষ ছিলেন। তিনি পল্লবীকে নিয়ে সিনেমাপাড়ায় আসতেন। কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। খুব ছোট বয়সেই অভিনয় শুরু করে ছিলেন পল্লবী। একমাস একটি সিরিয়ালের শ্যুটিং করেছিলেন। পল্লবীর যখন মাধ্যমিক পরীক্ষা তখন বাবা অসুস্থ হয়ে পড়েন। প্রথম পরীক্ষার আগের দিন বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। সারারাত লড়াই চলে। ভোররাতে বাবা মারা যান। সবাই বলেছিল, পরীক্ষা ড্রপ করে দিতে। কিন্তু পল্লবী শোনেননি। পরীক্ষা দিতে গিয়েছিলেন। ফিরে এসে বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। যে পিসি মায়ের মতো মানুষ করেছিলেন। তিনিও একটা সময়ের পর না ফেরার দেশে চলে যান। এখন পল্লবী একা। তাঁর সংসার বলতে দাদা-বৌদি ও এক ভাইঝি।
মায়ের মৃত্যু
পল্লবী অনেক ছোট বয়সে বাবা-মাকে হারান। ক্লাস টুয়ে যখন পড়তেন তখন মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। ওই ছোট বয়সে কিছু বুঝতে পারতেন না। শুধু দেখেছেন দাদা আর বাবা মাকে নিয়ে ব্যাঙ্গালুরু দৌড়াদৌড়ি করছেন। কিন্তু সেই লড়াইয়ে তাঁরা জিততে পারেননি। ওতটুকু বয়সেই মাকে হারান পল্লবী। সেই সময় তাঁকে কাছে টেনে নেন পিসি। তিনি তাঁকে মানুষ করেন। মায়ের মৃত্যু ওই বয়সে পল্লবীকে খুব একা করে দিয়েছিল। জীবনে বেঁচে থাকতে বাবা ও পিসিকে আঁকড়ে ধরেছিলেন। কিন্তু বিধাতার লিখন অন্যকিছু ছিল।
বাবার মৃত্যু
পিসি অভিনয় দুনিয়ার মানুষ ছিলেন। তিনি পল্লবীকে নিয়ে সিনেমাপাড়ায় আসতেন। কয়েকজন পরিচালকের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। খুব ছোট বয়সেই অভিনয় শুরু করে ছিলেন পল্লবী। একমাস একটি সিরিয়ালের শ্যুটিং করেছিলেন। পল্লবীর যখন মাধ্যমিক পরীক্ষা তখন বাবা অসুস্থ হয়ে পড়েন। প্রথম পরীক্ষার আগের দিন বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। সারারাত লড়াই চলে। ভোররাতে বাবা মারা যান। সবাই বলেছিল, পরীক্ষা ড্রপ করে দিতে। কিন্তু পল্লবী শোনেননি। পরীক্ষা দিতে গিয়েছিলেন। ফিরে এসে বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। যে পিসি মায়ের মতো মানুষ করেছিলেন। তিনিও একটা সময়ের পর না ফেরার দেশে চলে যান। এখন পল্লবী একা। তাঁর সংসার বলতে দাদা-বৌদি ও এক ভাইঝি।READ MORE: প্রতারণা কাণ্ডের জের, আগামী লোকসভা নির্বাচনে নুসরাত জাহানের টিকিট পাওয়া অনিশ্চিত
সবাইকে হারানো পল্লবী মিলেমিশে থাকতে পচ্ছন্দ করেন। বিয়ে করবেন এমন এক মানুষকে যার বাড়িতে বাবা-মায়ের কাছ থেকে ভালোবাসা পাবেন। কারণ জীবনে তিনি মায়ের স্পর্শ পাননি। অপেক্ষায় আছেন তেমন মানুষের। পল্লবীর ভক্তরা চান, তিনি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করুন। এখন সিরিয়ালটা মন দিয়ে করতে চান। সুযোগ পেলে সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করবেন।
সবাইকে হারানো পল্লবী মিলেমিশে থাকতে পচ্ছন্দ করেন। বিয়ে করবেন এমন এক মানুষকে যার বাড়িতে বাবা-মায়ের কাছ থেকে ভালোবাসা পাবেন। কারণ জীবনে তিনি মায়ের স্পর্শ পাননি। অপেক্ষায় আছেন তেমন মানুষের। পল্লবীর ভক্তরা চান, তিনি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করুন। এখন সিরিয়ালটা মন দিয়ে করতে চান। সুযোগ পেলে সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করবেন।
No comments:
please do not enter any spam link in the comment box