Bengali serial Love biye aaj kal: স্টার জলসার নতুন ধারাবাহিকে ওম সাহানির বিপরীতে নতুন নায়িকা কে ? কী তাঁর পরিচয় ?

Bengali serial Love biye aaj kal: স্টার জলসার নতুন ধারাবাহিকে ওম সাহানির বিপরীতে নতুন নায়িকা কে ? কী তাঁর পরিচয় ?

সিরিয়ালের ট্রেলার ইতিমধ্যেই চলে এসেছে। ১১ বছর পর ফের ছোট পর্দায় ব্যাক করলেন অভিনেতা ওম সাহানি। তাঁর নতুন সিরিয়ালের নাম ‘Love বিয়ে আজ কাল’। নামে যেমন নতুনত্ব আছে, নতুনত্ব আছে সিরিয়ালের ট্রেলারে। প্রথম ঝলকে দেখানো হয়েছে, একটি বারের মালিক ওম সাহানির হিরো স্টাইলে এন্ট্রি হয়। সেই বারে গান গাইতে আসেন এক নতুন মেয়ে। তাঁকে দেখে নোংরা প্রস্তাব দেন নায়ক ওম। তারপর ? কী হবে ? কোন খাতে এগবে গল্প ? দুজনের মধ্যে কী প্রেম হবে ? সেটাই সিরিয়ালের বিষয়। নতুন এই সিরিয়ালে জুটি বাঁধছেন ওম সাহানি ও নবাগতা মৌমিতা সরকার। কে এই মৌমিতা ? কীভাবে এলেন অভিনয়ে।

Bengali serial Love biye aaj kal: স্টার জলসার নতুন ধারাবাহিকে ওম সাহানির বিপরীতে নতুন নায়িকা কে ? কী তাঁর পরিচয় ?

ওম সাহানির কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশন থেকেই। রূপসী বাংলার ‘আলোর বাসা’ সিরিয়ালে প্রথম অভিনয় করেন। তারপর সিনেমাতে অভিনয় শুরু করেন। প্রথম ছবি ছিল ‘অর্জুন’। এখনও পর্যন্ত বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও সেভাবে নাম করতে পারেননি ওম। তবে তাঁকে দর্শক মনে রেখেছে শিবপ্রসাদ ও নন্দিতার ছবি ‘গোত্র’তে ‘রঙ্গবতী’ গানের জন্য। সিনেমাতে কেরিয়ার ঠিক মতো না দাঁড়ানোয় আবার সিরিয়াল দিয়ে নতুন করে শুরু করতে চলেছেন তিনি।
Bengali serial Love biye aaj kal: স্টার জলসার নতুন ধারাবাহিকে ওম সাহানির বিপরীতে নতুন নায়িকা কে ? কী তাঁর পরিচয় ?

ওম সাহানি পরিচিত মুখ হলেও মৌমিতা সরকার একদম নতুন। এর আগে কোনওদিন অভিনয় করেননি। তবে তিনি মডেল ছিলেন। সেই দুনিয়া থেকেই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন। মৌমিতা ব্যারাকপুরের মেয়ে। ব্যারাকপুর গার্লস স্কুল পাশ করার পর ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। এই ধারাবাহিকে উঠে আসবে ওমকার ঘোষ ও শ্রাবণের গল্প। ওমকার একটি বারের মালিক। সেই বারে গায়িকা হিসেবে নিযুক্ত হন শ্রাবণ। তাঁদের নিয়েই গল্প এগবে। দুজনে প্রেমে পড়বেন নাকি টক্কর হবে, তা আগামী দিনে সিরিয়াল শুরু হলে বোঝা যাবে। আপাতত প্রোমো দেখানো শুরু হয়েছে। কবে থেকে সম্প্রচার শুরু হবে, তা জানা যায়নি। যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হবে এই সিরিয়াল।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.