Dronn Mukherjee wife: রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালের পরাগের বাস্তবের স্ত্রীকে চেনেন
জি বাংলার এই মুহূর্তের সব থেকে জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। প্রথম দিন থেকেই সিরিয়ালটি দর্শক টানতে সক্ষম হয়েছে। আবার বিতর্ক কম হয়নি। ছেলের ফুলশয্যার খাটে মায়ের শুয়ে পড়া নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। আবার বৈবাহিক ধর্ষণ দেখানো হয়। দর্শকের চোখে এখন শিমুলের শাশুড়ির পাশাপাশি শিমুলের স্বামী পরাগ সবথেকে খারাপ মানুষ। স্ত্রীর উপর অত্যাচার করে এমন একজন স্বামীর চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে তিনি রীতিমতো ভিলেন। সামাজিক মাধ্যমে তাঁকে নানা ধরণের কটুক্তি শুনতে হয়। বাস্তবে কেমন স্বামী পরাগ অর্থাৎ দ্রোণ মুখোপাধ্যায় ? কারণ বাস্তবে অনেকে ভেবে নিয়েছেন, পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন দ্রোণ। কারণ, সিরিয়ালে দেখা গিয়েছে, বিয়ে হয়ে আসার পর থেকে নানাভাবে অত্যাচারিত হচ্ছেন শিমুল। মায়ের কথায় স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দিতে পরাগ দু’বার ভাবে না।
এই মুহূর্তে জমে উঠেছে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়াল। সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, শিমুল শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলেন। সেখানেও তাঁকে অনেক কটু কথা শুনতে হচ্ছে। তাহলে কী ভেঙেই গেল শিমুল-পরাগের সংসার ? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে দর্শক।
কেমন স্বামী দ্রোণ মুখোপাধ্যায় ?
কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে ট্রোল্ড হচ্ছেন দ্রোণ মুখোপাধ্যায়। শুনতে হচ্ছে কটু কথা। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন সব কিছু উপভোগ করেন তিনি। কিন্তু রিল লাইফের ঘটনা রিয়েল লাইফেও কী কোনও প্রভাব ফেলছে ? এসব দেখে কী বলছেন স্ত্রী ? একটি সাংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন দ্রোণ মুখোপাধ্যায়। কী বলেছেন তিনি ? পর্দার পরাগ জানান, ‘অনেকে ভাবেন আমি বাস্তবেও বোধহয় এই রকম। আমি বিবাহিত। প্রথম প্রথম এত ট্রোলিং আমার স্ত্রীকে প্রভাবিত করত। খুব মন খারাপ হত তাঁর। একদিন আমি ওকে খুব ভালোভাবে বোঝায়। তারপর থেকে এখন আর ও এইসব বিষয় ওত গুরুত্ব দিয়ে বিবেচনা করে না। এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে’।এই মুহূর্তে জমে উঠেছে ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়াল। সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, শিমুল শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলেন। সেখানেও তাঁকে অনেক কটু কথা শুনতে হচ্ছে। তাহলে কী ভেঙেই গেল শিমুল-পরাগের সংসার ? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে দর্শক।
No comments:
please do not enter any spam link in the comment box