Aishwarya rai first husband: অভিষেক প্রথম স্বামী নন, প্রথমে কাকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য রাই

Aishwarya rai first husband: অভিষেক প্রথম স্বামী নন, প্রথমে কাকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য রাই
তিনি একাধারে বিশ্বসুন্দরী, খ্যাতনামা অভিনেত্রী এবং বচ্চন পরিবারের পুত্রবধূ। তিনটি পরিচয় সমানতালে সামলে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। বিশ্বসুন্দরী হওয়ার পর প্রথম অভিনয়ে পা রেখেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন, লম্বা দৌড়ের ঘোড়া হতে চলেছেন তিনি। একের পর এক হিট সিনেমা। বলিউড থেকে হলিউডেও পাড়ি দিয়েছিলেন। মাঝে সালমান খানের সঙ্গে প্রেম। তারপর বিচ্ছেদ থেকে বয়সে ছোট অভিষেক বচ্চনকে বিয়ে। ঐশ্বর্য রাইয়ের গল্প হার মানায় সিনেমাকেও। তবে জানেন কি অভিষেক বচ্চন ঐশ্বর্যের প্রথম স্বামী নন (Aishwarya rai first husband)। এর আগে তিনি আর একজনকে বিয়ে করেছিলেন। রীতিমতো ধর্মীয় আচার-আচারণ মেনেই হয়েছিল সেই বিয়ে। অবাক হচ্ছেন। ঘটনাটা সত্যি। নিয়ম মতো অভিষেক বচ্চন বিশ্বসুন্দরীর দ্বিতীয় স্বামী!
Aishwarya rai first husband: অভিষেক প্রথম স্বামী নন, প্রথমে কাকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য রাই

প্রথম স্বামী কে ?

২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়। মহাধুমধাম করে সেই বিয়ে হয়েছিল। মিডিয়াও খুব মাতামাতি করে। তবে অভিষেক অভিনেত্রীর জীবনে প্রথম পুরুষ নয়। এড় আগে এসেছেন সালমান খান ও বিবেক ওবেরয়। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ ছবির শ্যুটিং থেকে সালমানের সঙ্গে প্রেম শুরু হয়। কিন্তু উৎশৃংখল সালমানের সঙ্গে প্রেম বেশিদিন টেকেনি। তখন জীবনে আসেন বিবেক ওবেরয়। কিন্তু সেই প্রেম সালমান বেশিদিন টিকতে দেননি। এরপর বেশ কয়েক বছর একাই ছিলেন ঐশ্বর্য রাই। তারপর অভিষেক বচ্চনের সঙ্গে প্রেম শুরু হয়। তড়িঘড়ি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
Aishwarya rai first husband: অভিষেক প্রথম স্বামী নন, প্রথমে কাকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য রাই

অভিষেককে বিয়ে করার আগে বচ্চন পরিবারের নির্দেশে আর একজনকে বিয়ে করতে বাধ্য হন তিনি। তবে সেটা কোনও ব্যক্তি ছিল না। একটি গাছের সঙ্গে বিয়ে হয় ঐশ্বর্যের। বচ্চন পরিবারের কুসংস্কারের জন্য নাকি এমনটা করতে হয়েছিল। আসলে বিশ্ব সুন্দরীর মাঙ্গলিক দোষ আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মাঙ্গলিক ব্যক্তিদের অশুভ মনে করা হয়। তাঁর সঙ্গে যে বা যার বিয়ে হবে, তার প্রাণহানি হতে পারে। বচ্চন পরিবারও এই কুসংস্কার বিশ্বাস করে। তাই দোষ কাটাতে গাছের সঙ্গে প্রথম বিয়ে হয় ঐশ্বর্যের। এই নিয়ে অনেক বিতর্ক দেখা দেয়। শোনা যায়, অত্যন্ত চুপিসাড়ে বেণারসে গিয়ে একটি গাছের সঙ্গে ঐশ্বর্যের বিয়ে হয়। যদিও বচ্চন পরিবার এই তথ্য অস্বীকার করে। অমিতাভ বচ্চনও এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মজা করে বলেন, ঐশ্বর্যের প্রথম স্বামী অভিষেক। এখন যদি কেউ অভিষেককে গাছ মনে করেন, তাহলে তাঁর কিছু করার নেই।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.