Mamata Banerjee didn’t accept awards: পুরস্কার পাচ্ছেন মমতা, ঘোষণা শুনে দিদির ঊর্ধ্বশ্বাসে দৌড়, উঠল হাসির রোল

Mamata Banerjee didn’t accept awards: পুরস্কার পাচ্ছেন মমতা, ঘোষণা শুনে দিদির ঊর্ধ্বশ্বাসে দৌড়, উঠল হাসির রোল

আপাদমস্তক সিরিয়াল প্রেমীদের মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যতম। রাত জেগে জেগে প্রতিটি সিরিয়াল তিনি দেখেন। শুধু তাই নয়, কোনও দিন কাজের জন্য বা বাইরে থাকলে দেখতে না পেলে আক্ষেপ করেন। তখন মনে মনে চিন্তা করেন সিরিয়ালের পরবর্তী পর্বে কী হতে পারে। আর এইভাবেই তিনি আন্দাজ করে নেন সিরিয়ালের আগাম গল্প। সবটাই তিনি জানেন। তবে বেশি কুটকাচালি বা পরকীয়া দেখতে তিনি পচ্ছন্দ করেন না। সেই খবরও নিজের মুখে জানিয়েছেন। তবে তিনি শুধু সিরিয়াল দেখেন না। সিরিয়ালের জন্য গানও লেখেন। আর সেই ‘অনন্য’ গান লিখে পুরস্কৃত হন।

টেলি সম্মানের মঞ্চে অনন্য পুরস্কারে ভূষিত মুখ্যমন্ত্রী। কারণ তিনি ‘দেশের মাটি’ ও ‘গুড্ডি’ সিরিয়ালের টাইটেল ট্রাক লিখেছেন। প্রসঙ্গত, এই দুটি সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। যিনি আবার মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ। যাই হোক, গান লিখে পুরস্কৃত হলেন তিনি। কিন্তু নাম ঘোষণা হতেই রীতিমতো দৌড় দিলেন লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তো বেশ অবাক হলেন। হঠাৎ এত বিভাগের মধ্যে তাঁকে কেন পুরস্কার ? কিন্তু নাম ঘোষণা হতেই দে দৌড়। মঞ্চে পুরস্কার-উত্তরীয় হাতে দাঁড়িয়ে রইলেন অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। সে সব না দেখেই মঞ্চ থেকে নেমে গেলেন গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ চক্রবর্তী এগিয়ে এসেও তাঁকে আটকাতে পারলেন না।

তবে এই প্রথম নয়। এর আগেও স্টেজে উপস্থিত থাকলেও সাহিত্য একাডেমীর পুরস্কার নিজের হাতে নেননি। মুখ্যমন্ত্রীর হয়ে সেই পুরস্কার নিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজে না নিলেও এদিন একাধিক শিল্পীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

READ MORE: জাতীয় স্তরে অনন্য নজির গড়ে লতা মঙ্গেশকরকে পিছনে ফেললেন শ্রেয়া ঘোষাল, গর্বিত বাংলা

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.