pnc bank loans: গদর -২ সাফল্যের মাঝে মাথায় বাজ, ব্যাংকের ঋণ না মেটানোয় সানি দেওলের সাধের বাড়ি বিক্রির মুখে
সিনেমা হলে রমরম করে চলছে গদর-২। ইতিমধ্যেই ৩০০ কোটি টাকা আয় করে ফেলেছে। গদর ঝড় এখন চলবে। তারই মাঝে এল খারাপ খবর। ব্যাংকের ঋণ না মেটানোয় সানি দেওলের সাধের বাংলা ‘সানি ভিলা’ নিলামে উঠবে। পশ্চিম মুম্বাইয়ের জুহুতে আছে দেওল পরিবারের বাংলা। যার প্রকৃত মালিক সানি দেওল। এই বাংলা ঘিরে কত না স্মৃতি আছে তাঁদের পরিবারের। এবার সেই বাংলোকে নিলামে তুলতে চলছে একটি নামজাদা ব্যাংক। অভিযোগ ঋণ (pnc bank loans) নিয়ে তা সময় মতো শোধ দেননি অভিনেতা। রবিবার সর্বভারতীয় একটি পত্রিকায় এই সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
No comments:
please do not enter any spam link in the comment box