Shooting location: বীরজারা থেকে বজরঙ্গী ভাইজান, বলিউডের এই ৫ ছবির শ্যুটিং হয়েছিল তারকাদের নিজের বাড়িতে
সিনেমা শ্যুটিংয়ের একটি বড় অংশ খরচ হয় সেট বানাতে। যত বেশি বাজেটের সিনেমা, ততোধিক বড় সেট তৈরি হয়। আবার থাকে আউটডোর শ্যুটিং। সেট তৈরি হয় স্টুডিওর মধ্যে। যাকে সিনেমার ভাষায় ইনডোর শ্যুটিং বলে। বীরজারা, বজরঙ্গী ভাইজান বা রং দে বসন্তী এইসব সিনেমা অনেক বড় বাজেটের বড় মুভি। যা বানাতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। আবার অনেক ক্ষেত্রে প্রযোজকের টাকা বাঁচানো হয়েছে ওরিজিনাল স্পটে শ্যুটিং করে। শাহরুখ খান, সঞ্জয় দত্ত, সলমান খানরা অনেক সময় নিজেদের বাড়িতেই শ্যুটিং করতে দিয়েছেন। একনজরে দেখে নেব সেই সব সিনেমার তালিকা, যেগুলির শ্যুটিং (Shooting location) হয়েছিল তারকাদের বাড়িতেই।
ফ্যানঃ ২০১৬ সালের শাহরুখ খানের ফ্যান সিনেমার শ্যুটিং হয়েছিল মন্নতেই। শাহরুখের বাড়ির অন্দরমহল দেখেনো হয়েছিল। যদিও সবাই বুঝতে পারেননি। সেট বলেই মনে হয়েছিল। আসলে এতটাই সুন্দর ছিল শাহরুখের মন্নত। ছবিটি বক্স অফিসে ভালো চলেনি। তবে ভিএফএক্সের কাজ খুব প্রশংশিত হয়।
সঞ্জুঃ ২০১৮ সালের রাজকুমার হিরানির ‘সঞ্জু’ মুভি রিলিজ করে। সিনেমাটি সঞ্জয় দত্তের বায়োগ্রাফি। সেখানে সঞ্জয় দত্তের যে বাড়ি দেখানো হয়েছিল, আসলে সেটি সঞ্জয় দত্তের নিজের ফ্ল্যাট। আসল লোকেশনে শ্যুটিং হয়েছিল। ছবিটি বক্স অফিসে হিট করে। প্রধান চরিত্রে ছিলেন রণবীর কাপুর।
বজরঙ্গী ভাইজানঃ সলমান খানের সুপারহিট মুভি বজরঙ্গী ভাইজান রিলিজ হয়েছিল ২০১৫ সালে। সিনেমার অধিকাংশ ছিল বাইরের দৃশ্য। তবে কিছু দৃশ্যের শ্যুটিং হয় সলমান খানের পানভেলের ফার্ম হাউসে।
রং দে বসন্তীঃ আমির খান, শরমন যোশী, সিদ্ধার্থ, আর মাধবন, কুনাল কাপুর অভিনীত সিনেমা রং দে বসন্তী রিলিজ হয় ২০০৬সালে। এই সিনেমার অধিকাংশ দৃশ্যের শ্যুটিং হয়েছিল পতৌদি প্যালেসে।
বীরজারাঃ ২০০৪-এর বীরজারা মুভিতে প্রীতি জিন্টার বাড়ি এবং একটি গানের শ্যুটিং হয়েছিল পতৌদি প্যালেসে। সবাই জানে পতৌদি প্যালেস এখন সইফ আলির হেফাজতে।
ফ্যানঃ ২০১৬ সালের শাহরুখ খানের ফ্যান সিনেমার শ্যুটিং হয়েছিল মন্নতেই। শাহরুখের বাড়ির অন্দরমহল দেখেনো হয়েছিল। যদিও সবাই বুঝতে পারেননি। সেট বলেই মনে হয়েছিল। আসলে এতটাই সুন্দর ছিল শাহরুখের মন্নত। ছবিটি বক্স অফিসে ভালো চলেনি। তবে ভিএফএক্সের কাজ খুব প্রশংশিত হয়।
সঞ্জুঃ ২০১৮ সালের রাজকুমার হিরানির ‘সঞ্জু’ মুভি রিলিজ করে। সিনেমাটি সঞ্জয় দত্তের বায়োগ্রাফি। সেখানে সঞ্জয় দত্তের যে বাড়ি দেখানো হয়েছিল, আসলে সেটি সঞ্জয় দত্তের নিজের ফ্ল্যাট। আসল লোকেশনে শ্যুটিং হয়েছিল। ছবিটি বক্স অফিসে হিট করে। প্রধান চরিত্রে ছিলেন রণবীর কাপুর।
বজরঙ্গী ভাইজানঃ সলমান খানের সুপারহিট মুভি বজরঙ্গী ভাইজান রিলিজ হয়েছিল ২০১৫ সালে। সিনেমার অধিকাংশ ছিল বাইরের দৃশ্য। তবে কিছু দৃশ্যের শ্যুটিং হয় সলমান খানের পানভেলের ফার্ম হাউসে।
রং দে বসন্তীঃ আমির খান, শরমন যোশী, সিদ্ধার্থ, আর মাধবন, কুনাল কাপুর অভিনীত সিনেমা রং দে বসন্তী রিলিজ হয় ২০০৬সালে। এই সিনেমার অধিকাংশ দৃশ্যের শ্যুটিং হয়েছিল পতৌদি প্যালেসে।
বীরজারাঃ ২০০৪-এর বীরজারা মুভিতে প্রীতি জিন্টার বাড়ি এবং একটি গানের শ্যুটিং হয়েছিল পতৌদি প্যালেসে। সবাই জানে পতৌদি প্যালেস এখন সইফ আলির হেফাজতে।
No comments:
please do not enter any spam link in the comment box