সিনেমা তারকাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এটা নতুন কথা কিছু নয়। কিন্তু সেই ভালোবাসা কখনও পরিণতি পায়, কখনও আবার আসে বিচ্ছেদ। বিচ্ছেদের উদাহরণ প্রচুর আছে। আবার গড়ে ওঠে নতুন সম্পর্ক। বলিউডে কাপুর পরিবারের কন্যা করিশ্মা কাপুর (Karishma Kapoor) প্রেমে পড়েছিলেন অভিষেক বচ্চনের। তাঁদের বিয়ে ঠিক হয়ে গিয়েও শেষ পর্যন্ত ভেস্তে যায়। এই খবর সবার জানা। কিন্তু জানেন কি ? করিশ্মার প্রেমে পড়েছিলেন আর এক তারকা। এতটাই গভীর ছিল সেই প্রেম যে ধাক্কা খেয়ে সেই তারকা আর বিয়ে করেননি। মনে মনে আজীবন কাপুর কন্যাকে ভালোবেসে গিয়েছেন তিনি। ভাবছেন আজকের ফেসবুকে প্রেম আর ফেসবুকে বিচ্ছেদের যুগে এমন প্রেম (love story) হয় ? হ্যাঁ হয়েছিল। করিশ্মাকে ভালোবেসে আজীবন বিয়ে করেননি সেই তারকা। তাঁর নাম অক্ষয় খান্না (Akshay Khanna) । প্রয়াত বিনোদ খান্নার ছেলে।
সেদিন যদি ববিতা বেঁকে না বসতেন, তাহলে আজ অক্ষয়ের ঘরণী হতেন করিশ্মা। হয়ত দুজনে সুখী হতে পারতেন। কিন্তু মা বেঁকে বসায় সেটা আর হয়নি। মায়ের এই সিদ্ধান্ত পরবর্তীকালে করিশ্মার জন্য মোটেই সুখের হয়নি। তাঁর বিয়ে হয়েছিল ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে। কিন্তু সেখানে অনেক অত্যাচার সহ্য করতে হয় করিশ্মাকে। বিয়ে টেকেনি। অন্যদিকে, প্রেম ভেঙে যাওয়ার পর আর বিয়ে করেননি অক্ষয় খান্না।
অক্ষয়-করিশ্মার প্রেম
৯০-এর দশকের শেষের দিকে বলিউডে পা রাখেন অক্ষয় খান্না। প্রথম ছবি ‘হিমালয় পুত্র’। প্রথম সিনেমা হিট না করলেও অক্ষয় নিজেকে বিনোদ খান্নার যোগ্য সন্তান হিসেবে প্রমাণ করেন। বেশিদিন অক্ষয়ের কেরিয়ার স্থায়ী না হলেও প্রচুর সিনেমায় অভিনয় করেন। যার মধ্যে হিটের সংখ্যা বেশি। কেরিয়ার শীর্ষে থাকতে একাধিক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক শোনা গিয়েছিল। যার মধ্যে করিশ্মা অন্যতম। তবে কাপুর কন্যার সঙ্গে প্রেমটা বেশ স্থায়ী হয়েছিল। আর গভীর ছিল।কেন ভেস্তে গেল ?
দীর্ঘদিন প্রেম পর্ব চলার পর দুজনের বিয়ে ঠিক হয়। করিশ্মার বাবা রণধীর কাপুর বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন বিনোদ খান্নার কাছে। তাতে রাজি হন তিনি। বিয়ের প্রায় সব কিছু ঠিক থাকার পর শেষ মুহূর্তে ভেঙে যায়। তার কারণ ছিলেন করিশ্মার মা ববিতা কাপুর। তিনি মেয়ের সঙ্গে অক্ষয়ের বিয়ে দিতে চাইছিলেন না। তাঁর বক্তব্য, মেয়ের থেকে কম সফল একজনকে তিনি জামাই হিসেবে মেনে নিতে পারবেন না। তখন করিশ্মা টপ নায়িকা। জনপ্রিয়তা বা হিটের নিরিখে অক্ষয় তাঁর ধারেকাছেও ছিলেন না। ফলে তীরে এসে তরি ডোবে।সেদিন যদি ববিতা বেঁকে না বসতেন, তাহলে আজ অক্ষয়ের ঘরণী হতেন করিশ্মা। হয়ত দুজনে সুখী হতে পারতেন। কিন্তু মা বেঁকে বসায় সেটা আর হয়নি। মায়ের এই সিদ্ধান্ত পরবর্তীকালে করিশ্মার জন্য মোটেই সুখের হয়নি। তাঁর বিয়ে হয়েছিল ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে। কিন্তু সেখানে অনেক অত্যাচার সহ্য করতে হয় করিশ্মাকে। বিয়ে টেকেনি। অন্যদিকে, প্রেম ভেঙে যাওয়ার পর আর বিয়ে করেননি অক্ষয় খান্না।
No comments:
please do not enter any spam link in the comment box