Chandrayan-3 prakash raj: চন্দ্রযান ৩ নিয়ে ব্যঙ্গ, পর্দার ভিলেন প্রকাশ রাজ এখন বাস্তবের ‘ভিলেন’ নেটিজেনদের চোখে
আর কয়েকঘণ্টার প্রতিক্ষা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কাল নির্দিষ্ট সময়ে চাঁদের দেশে নামবে চন্দ্রযান-৩ (Chandrayan-3)। এই নিয়ে শুধু ইসরো নয়, সমগ্র দেশবাসী অধীর অপেক্ষায়। এরই মধ্যে বিতর্কিত ট্যুইট করে লোকজনের চক্ষুশূল হয়েছেন পর্দার ভিলেন প্রকাশ রাজ (prakash raj) । তাঁর বিরুদ্ধে সোশ্যাল সাইটে রীতিমতো সোচ্চার নেটিজেনরা। শুধু এখানেই শেষ নয়। কর্ণাটকের একটি থানায় প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, দেশের গর্ব চন্দ্রযান-৩ নিয়ে উপহাস করায় হিন্দু সংগঠনের নেতারা বাগালকোট জেলার বানিহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি করেছেন তাঁরা। কিন্তু কী এমন বলেছিলেন প্রকাশ রাজ ?
এই তীব্র সমালোচনার মুখে পড়ে জবাব দিয়েছেন প্রকাশ রাজ। তবে তিনি যে নিজের অবস্থান থেকে সরতে নারাজ তা বুঝিয়ে দিয়েছেন। অভিনেতা লিখেছেন, ‘শুধু ঘৃণা আর ঘৃণা দেখতে পাচ্ছি আমি। আমস্ট্রং সময়ের একটা রসিকতা করেছি মাত্র। আমরা কেরালা চাওয়ালারা উদযাপন করছি। এখানে আপনারা অন্য কোনও চাওয়ালাকে বুঝেছেন ? সামান্য মজা যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের কিছু করার নেই। বড় হন’।
প্রকাশ রাজের ট্যুইট
রবিবার প্রকাশ রাজ নিজের ট্যুইটারে একটি চাওয়ালা কার্টুন চরিত্র শেয়ার করেন। সেই চাওয়ালা একপাত্র থেকে অন্যপাত্রে চা ঢালছেন। তাঁর শরীরটা একটু বেঁকে গিয়েছে। সেই ছবির ক্যাপশনে প্রকাশ রাজ লিখেছেন, ‘ব্রেকিং নিউজ, ল্যান্ডার বিক্রান্তের মাধ্যমে চাঁদের প্রথম ছবি পাওয়া গিয়েছে’। এরপর শুরু হয় প্রবল সমালোচনা। অভিনেতার ট্যুইট দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকেই ধারণা করছেন, এই ট্যুইটের মাধ্যমে এক সময়ের চা বিক্রেতা নরেন্দ্র মোদিকে অপমান করেছেন প্রকাশ রাজ। আর তাতেই অভিনেতার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন, ভাবতে অবাক লাগছে, আপনি একজন ভারতীয়। আবার কেউ লিখেছেন, আপনার প্রতি ঘৃণা হচ্ছে। অনেকে তাঁকে ‘নির্লজ্জ’ বলেছেন। দেশদ্রোহী তকমা দিয়ে শাস্তির দাবি তুলেছেন।Hate sees only Hate.. i was referring to a joke of #Armstrong times .. celebrating our kerala Chaiwala .. which Chaiwala did the TROLLS see ?? .. if you dont get a joke then the joke is on you .. GROW UP #justasking https://t.co/NFHkqJy532
— Prakash Raj (@prakashraaj) August 21, 2023
এই তীব্র সমালোচনার মুখে পড়ে জবাব দিয়েছেন প্রকাশ রাজ। তবে তিনি যে নিজের অবস্থান থেকে সরতে নারাজ তা বুঝিয়ে দিয়েছেন। অভিনেতা লিখেছেন, ‘শুধু ঘৃণা আর ঘৃণা দেখতে পাচ্ছি আমি। আমস্ট্রং সময়ের একটা রসিকতা করেছি মাত্র। আমরা কেরালা চাওয়ালারা উদযাপন করছি। এখানে আপনারা অন্য কোনও চাওয়ালাকে বুঝেছেন ? সামান্য মজা যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের কিছু করার নেই। বড় হন’।
READ MORE: বিজেপিকে তেল দিতেই যোগীর পায়ে হাত দিয়ে প্রণাম ? মুখ খুললেন রজনীকান্ত
No comments:
please do not enter any spam link in the comment box