দেবের পা চেটে ছবির নায়িকা সৌমিতৃষা, কটাক্ষের জবাব দিলেন দেব

দেবের পা চেটে ছবির নায়িকা সৌমিতৃষা, কটাক্ষের জবাব দিলেন দেব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবার বড় পর্দায়। খুব তাড়াতাড়ি তাঁকে দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে দেখা যাবে। এতে অভিনেত্রীর অনুগামীরা খুশি হলেও কটাক্ষ (trolled) পিছু ছাড়ছে না। প্রশ্ন উঠছে সৌমিতৃষার যোগ্যতা নিয়ে। শুধুমাত্র একটি সিরিয়ালে অভিনয় করেই ছবির নায়িকা কীভাবে হয়ে গেলেন ? উঠেছে সেই প্রশ্নও। অনেকেই বলেছেন, দেবের পা চেটে নায়িকা হয়েছেন। অন্য যোগ্যতা কিছু তেমন নেই। এই নিয়ে অভিনেত্রী চুপ করে থাকলেও জবাব দিয়েছেন দেব। জি বাংলার ‘মিঠাই’ সিরিয়াল থেকে জনপ্রিয়তা পান সৌমিতৃষা। একসময় বেঙ্গল টপার ছিল এই সিরিয়াল। তারপর গল্পে নতুনত্বের অভাবে TRP কমতে শুরু করে। তারপর অনিবার্য পরিণতি হিসেবে সিরিয়ালের অন্তিম দিন ঘনিয়ে আসে। ‘মিঠাই’ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে সৌমিতৃষার ভক্তরা সুখবর পায়। দেবের বিপরীতে নায়িকা হিসেবে বড় পর্দায় আসছেন তিনি।

দেবের পা চেটে ছবির নায়িকা সৌমিতৃষা, কটাক্ষের জবাব দিলেন দেব

কী বলেছেন দেব ?

ছোটপর্দার মিঠাইরানীর ডেবিউ ছবির নাম ‘প্রধান’। এই নিয়ে যেমন ভক্তরা যেমন খুশি হয়েছে, তেমনি কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই দাবি করেছেন, দেবকে তেল দিয়ে নায়িকা হয়েছেন। এর জবাবে দেব বলেছেন, ‘দেখুন আজকাল আমি ক্যারেক্টার ওরিয়েন্টেড সিনেমা বেশি করছি। ‘বাঘাযতীন’ ছবিতে আমার লুক বদলাতে হয়েছে। হেয়ার স্টাইল বদলেছে, হাঁটাচলা, কথা বলার ধরণ বদলে ফেলেছি। আমি চেয়েছিলাম, বাঘাযতীনের স্ত্রীর চরিত্রে এমন কাউকে নিতে, যাঁর সঙ্গে লুক ম্যাচ করবে। তাই বিজ্ঞাপন দিয়েছিলাম। সেই মতো অডিশন হয়েছে। বেছে নেওয়া হয়েছে সৃজাকে। ‘প্রধান’ ছবির ক্ষেত্রেও তাই। ওই চরিত্রে সৌমিতৃষা খুব ভালো ফিট করবে। ক্যারেক্টারের কথা মাথায় রেখে এটা করা হয়েছে’।
দেবের পা চেটে ছবির নায়িকা সৌমিতৃষা, কটাক্ষের জবাব দিলেন দেব

‘প্রধান’ ছবির প্রযোজক অতূন রায়চৌধুরী জানিয়েছেন, ‘আমার সঙ্গে সৌমিতৃষার অভিনয়ের কথা হয়েছিল বছর তিনেক আগেই। তখন কাজ এগয়নি। এখন যখন প্রধান-এর কথা ওঠে, তখন নায়িকার চরিত্রে আমার ওকেই ঠিক বলে মনে হয়েছে। ছবির পরিচালক অভিজিৎকে কথাটা বলতেই তিনি উত্তেজিত হয়ে পড়েন। সব ঠিক থাকলে আগস্ট মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে। ডিসেম্বরে বড়দিনে সিনেমা মুক্তি দেওয়া হবে’।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.