Bhojpuri actress: মাতাল হয়ে, চুলের মুঠি ধরে, আমায় বাধ্য করে…। সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী

Bhojpuri actress: মাতাল হয়ে, চুলের মুঠি ধরে, আমায় বাধ্য করে…। সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী
অভিনেতা পুনিত সিং রাজপুতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন ভোজপুরি অভিনেত্রী (actress) প্রিয়াংশু সিং। তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন প্রিয়াংশু। তিনি দাবি করেছেন, পুনিত তাঁর সঙ্গে অপ্রাকৃতিকভাবে ধর্ষণ করেছেন। একাধিক বিখ্যাত ভোজপুরি গানের ভিডিওতে দেখা গিয়েছে তাঁদের। জুটি বেঁধে অভিনয় করেছেন। কীভাবে পুনিতের সঙ্গে আলাপ হয় এবং কেন পরিস্থিতি খারাপ হল, নিজের মুখেই সবটাই জানিয়েছেন ভোজপুরি অভিনেত্রী।

কী জানিয়েছেন অভিনেত্রী ?

একটি সংবাদমাধ্যমে প্রিয়াংশু জানিয়েছেন, ‘কেরিয়ারে ভালো সময়ে থাকার সময় পুনিতের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়। তখন থেকেই কথা শুরু হয়। আমার সঙ্গে খুব মিষ্টি ও ভদ্র আচারণ করত পুনিত। যেহেতু সে সিনেমাতে আসতে চাইছিল, তাই আমাকে ব্যবহার করে। আমার পরিচিতের মাধ্যমে কাজ পেতে চাইছিল। আমি দিন দিন ওকে বিশ্বাস করে ফেলি। আমায় সব সময় বলত বিয়ে করবে। কিছু দিন পর থেকে বাড়িতে আসা শুরু করে। একদিন যখন আমি একা ছিলাম, তখন মাতাল হয়ে আমার বাড়িতে আসে। আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরের দিন সকালে যখন জ্ঞান ফেরে, তখন আমি কান্নাকাটি করে ওকে আগের রাতের ঘটনার কথা জানায়। একইসঙ্গে বলি আমি থানায় যাব। তখন পুনিত কান্নাকাটি করে। খুব তাড়াতাড়ি আমায় বিয়ে করবে বলেও জানায়’।
Bhojpuri actress: মাতাল হয়ে, চুলের মুঠি ধরে, আমায় বাধ্য করে…। সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী

এখানেই শেষ নয়। ওই অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমি ফের তাকে বিশ্বাস করি। কারণ ও সবসময় বলত, আমাকে পচ্ছন্দ করে, দুই পরিবার সম্মতি দিলে বিয়ে করবে। কিন্তু ফের ও একদিন একই কাজ করে। মদ খেয়ে আমার বাড়িতে এসে জোর করে। এমন কিছু করে যা করতে চাইনি। আমার চুলের মুঠি ধরে অপ্রাকৃতিক উপায়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে’। ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু আরও জানান, আমি কোনও দিন চাইনি, এইসব বিষয়গুলি বাইরে আসুক। কারণ সমাজের কাছে কিকরে জানব যে আমি একটি বিষাক্ত সম্পর্কে আছি। তবে চেয়েছি, ন্যায় বিচার হোক। পুনিত শাস্তি পাক।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.