Usha Utup Bindi style: সবসময় কপালে থাকে ‘ক’ লেখা টিপ, ঊষা উথুপের স্টাইলের পিছনে কারণ কী?

Usha Utup Bindi style: সবসময় কপালে থাকে ‘ক’ লেখা টিপ, ঊষা উথুপের স্টাইলের পিছনে কারণ কী?

ভারতীয় সঙ্গীত জগতের এক অনন্য তারকা ঊষা উত্থুপ। তাঁর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সদা হাস্যময় একটি চেহারা। কাঞ্জিভরম শাড়ি পড়ে যিনি মাতিয়েছেন আসর। তাঁর গান এক অন্য অর্থ বহন করে। এমন ভারী মহিলা কণ্ঠস্বর খুব একটা শোনা যায় না। তাঁর ‘কলকাতা কলকাতা ডোন্ট অরি কলকাতা’ আজও হিট। তিলোত্তমা কলকাতা বোঝাতে এখনও এই গান ব্যবহৃত হয়। তিনি জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়। কিন্তু বাংলার প্রতি তাঁর ভালোবাসা কোনও তুলনা চলে না। কলকাতা শুধু নয়, বাংলা নিয়েও একাধিক গান গেয়েছেন তিনি। বলিউডেও করে নিয়েছেন আলাদা জায়গা। ‘হরি ওম হরি’ বা ‘ডার্লিং আঁখো সে আঁখে চার করনে দো’ মতো একাধিক হিট গান গেয়েছেন তিনি। ঊষা উত্থুপের গান বা কণ্ঠস্বর তাঁকে অন্যদের থেকে আলাদা করে। এমন কণ্ঠ খুব বেশি শোনা যায় না।

Usha Utup Bindi style: সবসময় কপালে থাকে ‘ক’ লেখা টিপ, ঊষা উথুপের স্টাইলের পিছনে কারণ কী?

ঊষা উত্থুপের জন্ম দক্ষিণ ভারতে হলেও বাঙ্গালিয়ানা তাঁর মধ্যে ষোলআনা আছে। সব সময় কপালে ‘ক’ লেখা টিপ (Bindi) পড়েন। কিন্তু কেন ? কোনওদিন ভেবেছেন? আসলে কলকাতা শহরের প্রতি তাঁর আলাদা ভালোবাসা আছে। সেই ভালোবাসা জানাতে তিনি কলকাতার ‘ক’ লেখা টিপ পড়েন। যা আলাদা স্টাইল তৈরি করেছে। এই শহর তাঁকে অনেক কিছু দিয়েছে। দু’হাত ভরে ভালোবাসা, নাম, যশ অর্থ সবকিছু। সেই কৃতজ্ঞতা থেকেই তিনি এই শহরেই থেকে গিয়েছেন। এখান থেকে কোথাও যাননি।
Usha Utup Bindi style: সবসময় কপালে থাকে ‘ক’ লেখা টিপ, ঊষা উথুপের স্টাইলের পিছনে কারণ কী?

বাংলায় বেশিরভাগ গান গাওয়ার পাশাপাশি এখানেই রেকর্ডিং স্টুডিও তৈরি করেছেন। কেরিয়ারের শুরুতে এই শহরে রেস্তরাঁয় গান গাইতেন ঊষা উত্থুপ। পার্ক স্ট্রিটের একটি রেস্টুরেন্টে গান গাইতেন। শাড়ি পড়ে গান গাইতেন। যা সেই সময়ে বিরল। কলকাতার পাশাপাশি দিল্লিতেও একটি রেস্তরাঁয় গান গেয়েছেন। সেখানেই একদিন তাঁর গান শুনে অভিভূত হন দেব আনন্দ। বলিউডে গান গাওয়ার প্রস্তাব দেন। তারপর বাকিটা ইতিহাস।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.