OMG-2 movie got ‘A’ certificate: ভগবানের নাম করে চূড়ান্ত অশ্লীলতা, OMG 2 থেকে বাদ পড়ল এই ২৫টি দৃশ্য

OMG-2 movie got ‘A’ certificate: ভগবানের নাম করে চূড়ান্ত অশ্লীলতা, OMG 2 থেকে বাদ পড়ল এই ২৫টি দৃশ্য
গত বছর থেকে টানা ফ্লপ চলছে। নতুন ছবি OMG 2 হাত ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন অক্ষয় কুমার। কিন্তু সেখানেও শনির দৃষ্টি লেগেছে। ‘আদিপুরুষ’ বিতর্কের পর এখন আরও কড়া সেন্সর বোর্ড। তাই তাদের কড়া নজরে OMG 2। তার প্রধান কারণ, ছবির বিষয় ধর্মীয়। আবার নতুন করে যাতে কোনও বিতর্ক না হয়, তাই কড়া নজরদারির মধ্যে শেষ পর্যন্ত ছাড়পত্র দেওয়া হল অক্ষয়ের ছবিকে। কিন্তু বিনিময়ে মূল্য দিতে হল অনেক বেশি। OMG 2 কে সেন্সর বোর্ড ‘A’ সার্টিফিকেট দিয়েছে। মানে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই সিনেমাটি দেখতে পারবেন। প্রসঙ্গত, এই প্রথম অক্ষয় কুমারের কোনও ছবি ‘এ’ শংসাপত্র পেল। এখানেই শেষ নয়। সিনেমাটি থেকে ২৫ টি দৃশ্য ছেঁটে ফেলেছে বোর্ড। সিনেমা মহলের মতে, ২৫টি দৃশ্যে কাঁচি চালালে একটি সিনেমাতে আর কী বাকি থাকে। এত সব বিতর্কের মধ্যে আগামী ১১ আগস্ট আদৌ সিনেমাটি মুক্তি পায় কিনা সেটাই দেখার।
OMG-2 movie got ‘A’ certificate: ভগবানের নাম করে চূড়ান্ত অশ্লীলতা, OMG 2 থেকে বাদ পড়ল এই ২৫টি দৃশ্য

কোন কোন দৃশ্য বাদ পড়ল ?

আদালতে বিচারকদের সেলফি তোলা থেকে ছবিতে উজ্জয়ন শহরের উল্লেখ। সব কিছুতে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। কেন OMG 2 নিয়ে এত কড়া অবস্থান নিয়েছেন বোর্ড ? কারণ, সিনেমাটিতে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে দৃশ্য দেখানো হয়েছে। সেই মন্দিরের প্রধান পুরোহিত মহেশ শর্মা সেই দৃশ্যগুলি বাদ দেওয়ার দাবি তোলেন। নাহলে আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন। তখনই সেন্সর বোর্ডের টনক নড়ে। তড়িঘড়ি ছবিটি রিভিউ কমিটির কাছে পাঠানো হয়। সেখান থেকে একাধিক দৃশ্যে আপত্তি তোলা হয়েছে।
OMG-2 movie got ‘A’ certificate: ভগবানের নাম করে চূড়ান্ত অশ্লীলতা, OMG 2 থেকে বাদ পড়ল এই ২৫টি দৃশ্য

সিনেমাতে বিতর্কিত অনেক কিছু আছে। কোথাও ফ্রন্টাল ন্যুডিটি দেখানো হয়েছে। আবার কোথাও ভগবানকে মদ উৎসর্গ করা হয়েছে। সেন্সর বোর্ড এই সব দৃশ্য সম্পূর্ণ বাদ দিয়েছে। ইঁদুরের বিষ লেখা বোতল থেকে ইঁদুর কথাটি মুছে ফেলা হয়েছে। এইরকম ২৫টি দৃশ্য বাদ পড়েছে। এখন সিনেমাটি নিয়ে মহা ফাঁপরে পড়েছেন নির্মাতারা। কবে এই সিনেমা রিলিজ দেওয়া সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রথম সিনেমা ‘OMG’-এ নাস্তিক পরেশ রাওয়ালের পাশে দাঁড়িয়েছিলেন ভগবান কৃষ্ণ রূপী অক্ষয় কুমার। দর্শক ছবিটি ভালোভাবেই গ্রহণ করে। অন্যান্য চরিত্রে ছিলেন মিঠুন চক্রবর্তী, গোবিন্দ নামদেব, ওম পুরী ইত্যাদি। প্রথম সিনেমা ব্যাপক হিট করার ১০ বছর পর সিক্যুয়্যাল নিয়ে এসেছে নির্মাতারা। তবে এবার অক্ষয় কুমার ভগবান শিব রূপে দেখা দেবেন। অন্য চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.