Nitin desai suicide: আর্থিক সংকটে জেরবার, ‘লগান’ ছবির শিল্প নির্দেশক নিতীন দেশাইয়ের রহস্যমৃত্যু

Nitin desai suicide: আর্থিক সংকটে জেরবার, ‘লগান’ ছবির শিল্প নির্দেশক নিতীন দেশাইয়ের রহস্যমৃত্যু
নিজের স্টুডিওয়র মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়াল গেল বলিউডের নামী আর্ট ডিরেক্টর নিতীন দেশাই। আগামী ৯ আগস্ট ছিল ৫৮ তম জন্মদিন। তার আগে করজাট এলাকায় এন ডি স্টুডিওর ভিতর ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তাঁকে। চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করেছেন একাধিক বড় বড় প্রজেক্টে। সঞ্জয় লীলা বনশালী, আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজ কুমার হিরানির মতো খ্যাতনামা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তাঁর হাতের ছোঁয়ায় সেজে উঠেছিল ‘লগান’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘জোধা আকবর’ ইত্যাদি ছবির সেট।
Nitin desai suicide: আর্থিক সংকটে জেরবার, ‘লগান’ ছবির শিল্প নির্দেশক নিতীন দেশাইয়ের রহস্যমৃত্যু

বুধবার সকালে তাঁকে স্টুডিওর ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। যে স্টুডিওতে তাঁর মৃত্যু হয়েছে, তার মালিক ছিলেন নিতীন দেশাই নিজেই। মুম্বাই থেকে ৯০ মিনিটের দূরত্বে স্টুডিওটি গড়ে তোলেন। এই স্টুডিওতে ‘জোধা আকবর’ সহ বেশ কিছু সিনেমার শ্যুটিং হয়েছিল। বিগ বসের কয়েকটি সিজনের শ্যুটিং এখানে হয়। শুধু শিল্প নির্দেশনা নয়, নিজে কিছু সিরিয়াল ও সিনেমার প্রযোজনা করেছিলেন। কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নিজের স্টুডিও থাকলেও ইদানিং আর্থিক অবস্থা মোটেই ভালো যাচ্ছিল না শিল্পীর। সেই কারণেই তিনি আত্মহত্যা করলেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.