Salary: একটা সিরিয়াল করেই কোটিপতি, সিরিয়াল করে কত পারিশ্রমিক পান নীল-তৃণা, যা আপনার সারা জীবনের সঞ্চয়
একটা সময় ছিল ১৬ হাজার টাকায় তৈরি হত একটা করে এপিসোড। কিন্তু এখন আর দূরদর্শনের যুগ নেই। এসে গিয়েছে ঝকঝকে তকতকে চ্যানেল। সেই সঙ্গে এসেছে নতুন চেহারা। পুরনোদের মধ্যে অনেকে এখন বাতিলের খাতায় অথবা মা-বাবা , দাদু-ঠাকুমার চরিত্রও করছেন। যুগ পাল্টেছে। সময় পাল্টেছে। বদল এসেছে সিরিয়ালের ধরণে। বিরাট সেট, ভালো কাস্টিং সব মিলিয়ে দারুণ উপস্থাপনা। গল্প না থাকলেও চলবে। শুধু উপস্থাপনা ভালো হওয়া দরকার। সেই সঙ্গে বদল এসেছে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকেও (Salary)। বাজেট বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে পারিশ্রমিক। এখনকার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সিরিয়ালের সবথেকে জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দুজনেই বেশ কয়েক বছর ধরে সিরিয়ালে অভিনয় করছেন। নীলের কেরিয়ার শুরু হয়েছিল ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়াল দিয়ে। এরপর কৃষ্ণকলি, বাংলা মিডিয়াম ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন। অন্যদিকে, তৃণা সাহা খোকাবাবু, খড়কুটো, বালিঝড় সিরিয়ালে অভিনয় করেছেন।
জুলাই মাস পর্যন্ত পারিশ্রমিকের বিচারে অন্য অভিনেতাদের মধ্যে নীল প্রথম স্থানে ছিলেন। এদিকে তৃণা সাহা যখন প্রথম ‘খোকাবাবু’ সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন তখন পারিশ্রমিক পেতেন মাসে ৩৫ হাজার টাকা। এরপর কলের বউ, খড়কুটো, বালিঝড় ইত্যাদি সিরিয়াল করেছেন। বর্তমানে তিনি পারিশ্রমিক পান ৩ লক্ষ ২০ হাজার টাকা। যদিও তৃণার হাতে এখন কোনও সিরিয়াল নেই। তিনি টিভি ছেড়ে ওয়েব সিরিজ ও সিনেমার দিকে মন দিয়েছেন। কিছুদিন আগে অভিনেত্রী সোহিনী সাহার সঙ্গে বিবাদের জেরে ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজ থেকে বাদ পড়েছেন। শোনা গিয়েছে, ‘গভীর জলের ফিস’ সিরিজেও তাঁকে দেখা যাবে না।
নীল-তৃণার পারিশ্রমিক
বর্তমানে বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকারা হাজারে নয়, লাখে পারিশ্রমিক পান। অন্যান্য অভিনেতাদের ক্ষেত্রে অবশ্য অংক কম। শুধুমাত্র নায়ক-নায়িকারা সবথেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। নীল-তৃণা যখন অভিনয় শুরু করেন তখন অংকটা অনেক কম ছিল। বিগত কয়েক বছরে সেটা কয়েকগুণ বেড়েছে। ২০১৪ সালে নীল যখন ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়াল শুরু করেন তখন মাসে পারিশ্রমিক পেতেন ২৫ হাজার টাকা। এরপর স্ত্রী, কৃষ্ণকলি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা বাড়ান। এখন বাংলা মিডিয়াম সিরিয়ালে কাজ করছেন। মাসে পারিশ্রমিক পান ৫ লক্ষ টাকা।জুলাই মাস পর্যন্ত পারিশ্রমিকের বিচারে অন্য অভিনেতাদের মধ্যে নীল প্রথম স্থানে ছিলেন। এদিকে তৃণা সাহা যখন প্রথম ‘খোকাবাবু’ সিরিয়ালে অভিনয় করতে শুরু করেন তখন পারিশ্রমিক পেতেন মাসে ৩৫ হাজার টাকা। এরপর কলের বউ, খড়কুটো, বালিঝড় ইত্যাদি সিরিয়াল করেছেন। বর্তমানে তিনি পারিশ্রমিক পান ৩ লক্ষ ২০ হাজার টাকা। যদিও তৃণার হাতে এখন কোনও সিরিয়াল নেই। তিনি টিভি ছেড়ে ওয়েব সিরিজ ও সিনেমার দিকে মন দিয়েছেন। কিছুদিন আগে অভিনেত্রী সোহিনী সাহার সঙ্গে বিবাদের জেরে ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজ থেকে বাদ পড়েছেন। শোনা গিয়েছে, ‘গভীর জলের ফিস’ সিরিজেও তাঁকে দেখা যাবে না।
No comments:
please do not enter any spam link in the comment box