Serial actress marriage secret: ভাই-বোন থেকে সোজা স্বামী-স্ত্রী, সিরিয়াল অভিনেত্রীর বিয়ের গোপন রহস্য ফাঁস
জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ানে একাধিক তারকার গোপন তথ্য ফাঁস হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের জেরার মুখে পড়ে কোনও অভিনেতা -অভিনেত্রী তাঁদের তথ্য গোপন আর রাখতে পারেন না। যেমনটা পারেননি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। দুজনেই সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রী। দিদি নম্বর ওয়ানে এসে জীবনের এমন তথ্য ফাঁস করলেন যা শুনে দর্শকরা তো রীতিমতো অবাক। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই দুই অভিনেতা-অভিনেত্রী সম্প্রতি বিবাহ বন্ধনে (marriage) আবদ্ধ হয়েছেন। দিদি নম্বর ওয়ানে রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে হাজির হয়েছিলেন তাঁরা। সেখানে তাঁদের হাঁড়ির খবর জানতে চান রচনা। কীভাবে আলাপ হল ? সংসার কেমন চলছে ? ইত্যাদি। সেই খবর জানাতে গিয়ে অনিন্দিতা জানালেন, গোয়েন্দা গিন্নি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেখানেই প্রথম আলাপ।
কী সেই গোপন তথ্য ?
অনিন্দিতা জানান, প্রথম অভিনয়ে তিনি সুদীপ সরকারের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। একটি দৃশ্য ছিল, আমি সেখানে মারা গিয়েছি আর সুদীপ আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। রিল লাইফে তাঁরা ভাই-বোন হলেও বাস্তবে তাঁরা কিন্তু স্বামী-স্ত্রী। এই কথা শুনে রচনা হেসে খুন। তিনি বলে ওঠেন, ভাই-বোন থেকে সোজা বউ হয়ে গেলে। ও বোন ওঠো রে বলতে বলতে একেবারে বউ। রচনার কথা শুনে দর্শকও হেসে অস্থির। অনিন্দিতা জানান, তাঁদের জীবন মজা করেই কাটছে। ঝগড়া পাঁচ মিনিটের বেশি টেকে না। ঝগড়া শুরু হলে সুদীপ পাশের ঘরে চলে যান। ফলে রাগ আরও বেড়ে যায়। পরক্ষণে মনে হয়, ঝগড়া করে কী হবে ? সেই তো একসঙ্গে থাকতে হবে। এইভাবেই ঝগড়া মিটিয়ে নেন তাঁরা। খুনসুটির মধ্যে কাটে দিন। এমনিতে দুজনেই ব্যস্ত থাকেন কাজে। মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে কোয়ালিটি টাইম কাটাতে দূরে বেরিয়ে যান।



No comments:
please do not enter any spam link in the comment box