Dulquer salmaan share shocking experience: ছবি তোলার অজুহাতে যৌনাঙ্গ চেপে ধরে ছিল এক মহিলা, ভয়ঙ্কর অভিজ্ঞতা সলমনের
সই নেওয়ার যুগ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এখন এসেছে সেলফি তোলার সময়। আর ছবি তুলতে গিয়ে নানা ধরণের অভিজ্ঞতার (experience) সম্মুখিন হন তারকারা। কেউ বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কেউ আবার গায়ে পড়ে। তবে মহিলা ভক্তদের সঙ্গে সেলফি সঙ্গে সেলফি তুলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল সাউথের তারকা দুলকার সলমনের। রীতিমতো যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সেই বিস্ফোরক ঘটনার কথা অনেক দিন পরে একটি সাক্ষাৎকারে প্রকাশ করলেন তিনি। সলমনের দাবি, তাঁর যৌনাঙ্গ রীতিমতো চেপে ধরে ছিলেন এক মহিলা। সেই মহিলা রীতিমতো বয়স্ক।
দক্ষিণী সুপারস্টার মামুত্তির ছেলে দুলকার সলমন। কিছুদিন একটি সংস্থায় চাকরি করেছিলেন তিনি। কিন্তু ভালো লাগেনি। ছেড়ে দিয়ে সিনেমাকে পুরোদমে পেশা হিসেবে বেছে নিয়েছেন। অভিনয়ের জোরে বিনোদন দুনিয়ায় স্থান পেয়েছেন তিনি। সাউথের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। ‘জোয়া ফ্যাক্টর’, ‘কারওয়া’ মতো কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কয়েকদিন আগেই রিলিজ হয়েছে তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘গান্স অ্যান্ড গুলাব’। তার প্রচারে একটি ইন্টারভিউয়ে এক মহিলা ভক্তের অত্যাচারের কথা জানান তিনি। অতীতের সেই অত্যাচারের কাহিনী জানাতে গিয়ে তিনি জানান, একটি ছবির প্রচারে ঘটনাটি ঘটেছিল। ভীষণ যন্ত্রণাদায়ক ছিল সেই অভিজ্ঞতা।
প্রিয় তারকাকে কাছে পেলে অনেক উচ্ছ্বসিত হয়ে পড়েন। অটোগ্রাফ নেওয়ার যুগ আর নেই। এখন সেলফি তোলার হিড়িক। সলমন জানান, ছবির প্রচারে একটি জায়গায় কতগুলো বয়স্ক মহিলা তাঁর সঙ্গে সেলফি তুলতে আসেন। হঠাৎ একজন গালে চুমু খান। হাসি মুখে তা মেনে নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর ঘটে মারাত্মক ঘটনা। দুলকার জানিয়েছেন, আরও এক বয়স্ক মহিলা সেলফি তুলতে আসেন। ছবি তোলার সময় হঠাৎ যৌনাঙ্গ চেপে ধরেন তিনি। ব্যাথায় ছটফট করে ওঠেন অভিনেতা। কিন্তু সামনে অনেক লোক ছিল। তাই হাসি মুখে থাকতে হয়। সেদিনের সেই ঘটনার কথা কোনওদিন ভুলতে পারেন না দুলকার সলমন।
No comments:
please do not enter any spam link in the comment box