গত শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (
jogi adityanath) সঙ্গে দেখা করতে যান দক্ষিণী সিনেমার থালাইভা রজনীকান্ত (
rajnikant)। সাক্ষাতের শুরুতেই যোগীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন রজনী। সিনেমার পর্দা কাঁপানো ৭২ বছরের রজনীকান্ত প্রণাম করেন ৫২ বছরের আদিত্যনাথকে। এই ছবি সোশ্যাল সাইটে বিরাট ভাইরাল। তবে রজনীর এই কাণ্ডে মোটেই খুশি নয় তাঁর ভক্তদের একাংশ। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে কটাক্ষ। নানা ধরণের মন্তব্য শুনতে হচ্ছে। কেউ তাঁকে বিজেপির দালাল বলেছেন। আবার কেউ বলেছেন, শাসক দলকে খুশি করতেই যোগীর পায়ে প্রণাম করেছেন থালাইভা। তবে এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রজনীকান্ত।
কী বলছেন রজনীকান্ত ?
অবশেষে সব কটাক্ষের জবাব দিলেন দক্ষিণী সুপারস্টার। সোমবার লখনউ থেকে চেন্নাই ফিরেছেন। বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই বলেন, ‘আমি কোনও যোগী বা সন্ন্যাসী দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করি। তিনি ছোট হোক বা বড়। অথবা তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুন না কেন’? রজনীকান্তের এই যুক্তিতে কী আদৌও চিড়ে ভিজবে ? শনিবার যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার পর রবিবার অযোধ্যা যান তিনি। হনুমান গড়িতে পুজো দিয়েছেন। রাম মন্দিরের নির্মাণ নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ‘আমি রাম মন্দিরের দ্বারোদঘাটনের জন্য অপেক্ষা করছি’। বিনোদন দুনিয়া থেকে রাজনীতি, থালাইভার গতিবিধি কোন দিকে থাকে, সেই দিকে তাকিয়ে থাকেন তাঁর ভক্তরা। কিন্তু সেখানে যোগী আদিত্যনাথের পায়ে হাত দেওয়া মোটেই ভালোভাবে নেয়নি দ্রাবিড় ভূমির একাংশ। শুরু হয়ে যায় কটাক্ষের বন্যা। তার জবাব দিলেন রজনীকান্ত।
No comments:
please do not enter any spam link in the comment box