Rituparna Sengupta son: উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্তের ‘হ্যান্ডসাম’ ছেলে কত বড় হয়েছে দেখুন

Rituparna Sengupta son: উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্তের ‘হ্যান্ডসাম’ ছেলে কত বড় হয়েছে দেখুন
বাংলা সিনেমার জগতে যে কয়েকজন সুদক্ষ অভিনেত্রী এসেছেন, তাঁদের মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত অন্যতম। ৯০-এর দশকে দাপিয়ে কাজ করেছেন তিনি। কত যে হিট ছবি, তার কোনও হিসেব নেই। এখনও সমানভাবে কাজ করে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অসাধারণ অভিনেত্রীর পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত একজন সুগৃহিনী। পেশাদার জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনকেও খুব সুন্দরভাবে গুচ্ছিয়ে নিয়ে গিয়েছেন। দুই সন্তানের মা তিনি। ঋতুপর্ণার সংসার আলো করে আছে একটি মেয়ে ও একটি ছেলে (Rituparna Sengupta son) । সদ্য ছেলের জন্মদিন গিয়েছে। সেইদিন ছেলের সঙ্গে একটি ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিটি দেখে ঋতুপর্ণা সেনগুপ্তর ভক্তরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। ছেলে অঙ্কন এত বড় কবে হয়ে গেল ? সেই খবর কেউ জানতেই পারেনি। আসলে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখলে এখনও মনে হয় না, এতবড় ছেলের মা তিনি।
Rituparna Sengupta son: উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্তের ‘হ্যান্ডসাম’ ছেলে কত বড় হয়েছে দেখুন

ছেলে যেমন লম্বা, তেমনি হ্যান্ডসাম। বলতে গেলে পরিপূর্ণ যুবক। লম্বায় মাকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। ১৯৯৯ সালে ঋতুপর্ণার বিয়ে হয় সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে। অভিনেত্রীর স্বামী থাকেন সিঙ্গাপুরে। সেখানে তাঁর ব্যবসা আছে। ছেলে-মেয়েও সেখানেই থাকেন। পরিবারের সঙ্গে ঋতুপর্ণা সিঙ্গাপুরে থাকলেও বছরের বেশিরভাগ সময় কাটে কলকাতায়। কারণ বিয়ের পর কাজ থেকে বিদায় নেননি তিনি। বরং পুরোদস্তুর কাজ করে চলেছেন। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতেই আছে তাঁর শিকড়। তাই কাজের সূত্রে বেশিরভাগ সময় এখানেই থাকতে হয়।
Rituparna Sengupta son: উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্তের ‘হ্যান্ডসাম’ ছেলে কত বড় হয়েছে দেখুন

ছেলের জন্মদিনে মা-ছেলে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উচ্চতায় মাকে ছাপিয়ে গিয়েছেন অঙ্কন। ঋতুপর্ণা সেনগুপ্ত ছেলের উদ্দেশ্যে লিখেছেন, ‘তোমায় এত ভালোভাবে বড় হতে দেখে খুব ভালো লাগছে। জীবনের নতুন অধ্যায় যেন তোমার ভালো কাটে। দারুণ কাজের সুযোগ পাও তুমি। সমস্ত ভালোবাসা যেন তোমার জন্য থাকে। মায়ের তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। সবসময় ভালো থেকো তুমি’।
Rituparna Sengupta son: উচ্চতায় মাকে ছাড়িয়ে গিয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্তের ‘হ্যান্ডসাম’ ছেলে কত বড় হয়েছে দেখুন

সিঙ্গাপুরেই পড়াশোনা করেন ছেলে অঙ্কন ও মেয়ে এষনা চক্রবর্তী। কাজের সূত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতায় থাকলেও সুযোগ পেলেই ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে সেখানে চলে যান। যখন সিঙ্গাপুরে যান, তখন পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। বিশেষ করে উৎসবের দিনগুলিতে চেষ্টা করেন পরিবারের সঙ্গে থাকতে। এছাড়া সারাবছর কাজেই ডুবে থাকেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.